রেইড ২-র দাপটে কাবু কেশরী চ্যাপ্টার ২

Spread the love

এতদিন বক্স অফিসে বেশ ভালোই দাপট দেখাচ্ছিল কেশরী চ্যাপ্টার ২। কিন্তু রেইড ২ আসায় যেন ফিকে হয়ে গিয়েছে সেই দাপট। মুক্তির পর প্রথম সোমবারেও বেশ ভালোই ব্যবসা করল অজয় দেবগনের ছবি। অন্যদিকে ঘরে কত তুলল অক্ষয়ের ছবি?

বক্স অফিসে কত আয় করল রেইড ২?

মুক্তি পাওয়ার পর প্রথম সোমবার বক্স অফিসে রেইড ২ ৭ কোটি ৭৫ হাজার টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় পাঁচ দিনের পর গিয়ে দাঁড়িয়েছে ৭৯ কোটি টাকায়। এমনটা সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে।

যেদিন মুক্তি পেয়েছে সেদিন রেইড ২ ছবিটি ১৯ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সেই আয়ের পরিমাণ কমে হয় ১২ কোটি টাকা। তবে উইকেন্ড আসতেই লাফিয়ে বাড়ে আয়। শনিবার ১৮ কোটি এবং রবিবার ২২ কোটি টাকা ঘরে তোলে রেইড ২।

বক্স অফিসে কত আয় হল কেশরী চ্যাপ্টার ২ ছবির?

মুক্তির পর ১৮ তম দিনে মাত্র ৭৩ লাখ টাকার ব্যবসা করেছে কেশরী চ্যাপ্টার ২। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮১ কোটি ২৩ লাখ টাকায়।

মুক্তির পর প্রথম সপ্তাহে অক্ষয় কুমার এবং অনন্যা পান্ডের ছবিটি ৪৬ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬৫ লাখ টাকা। গত শুক্রবার এটি ১ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। শনিবার আসতে সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২ কোটি টাকা। এবং রবিবার ২ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে কেশরী চ্যাপ্টার ২।

কেশরী চ্যাপ্টার ২ প্রসঙ্গে

কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।

রেইড ২ ছবিটি রাজ কুমার গুপ্তার ২০১৮ সালে মুক্তি ও রেইড ছবিটির সিক্যুয়েল। গত ১ মে মুক্তি পেয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, বাণী কাপুর, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *