রেলে রিজার্ভেশন চার্ট এবার থেকে কতক্ষণ আগে মিলবে?

Spread the love

দূরপাল্লার সফরের জন্য রেলে টিকিট কাটতে চলেছেন? তাহলে রেলের তরফে আসা নতুন নিয়মগুলিতে চোখ রাখতেই হবে। এবার রেলে রিজার্ভেশন চার্ট তৈরি নিয়ে নতুন তথ্য জানিয়েছে ভারতীয় রেল। সঙ্গে তৎকালের টিকিট বুকিং-র ক্ষেত্রে নতুন এক নিয়মের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের এই নয়া নিয়মগুলি দেখে নিন।

রিজার্ভেশন চার্ট- এবার থেকে ভারতীয় রেল চূড়ান্ত রিজার্ভেশন চার্ট, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে তৈরি করবে। আগে এই চার্ট ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে তৈরি হত। তবে এবার নিয়মে এসেছে বদল। রেলের টিকিট বুকিং এর ক্ষেত্রে স্বচ্ছ্বতা ও সফরে যাত্রীদের সুবিধার্থে এই নয়া নিয়ম এনেছে রেল। যাতে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই রিজার্ভেশন চার্টে নাম দেখে যাত্রীরা নিজেদের নাম তালিকায় না পেলে, তাঁদের প্রয়োজনে বিকল্প পদ্ধতিতে সফরের বন্দোবস্ত করতে পারেন। আর তার জন্যই এই নয়া নিয়ম বলে জানা গিয়েছে। এই পদক্ষেপ আপাতত পাইলট টেস্টিংএ রয়েছে।

টিকিট বুকিং- জানা যাচ্ছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকেই আধুনিক ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (পিআরএস) চালু করতে চলেছে রেল। বলা হচ্ছে, এই নয়া PRS সিস্টেম আসলেই, রেল প্রতি মিনিটে দেড়লাখ টিকিট বুকিং করতে পারবে, আগে যে সংখ্যাটা প্রতি মিনিটে ছিল ৩২ হাজার। এদিকে, রিজার্ভেশনের ক্ষেত্রে নয়া নিয়মের ক্ষেত্রে ৮ ঘণ্টা আগে যে রিজার্ভেশন চার্ট তৈরি হবে, তা কিছুটা এরকম- যে ট্রেনগুলি দুপুর ২ টোয় ছাড়ার কথা, সেগুলির জন্য রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৯ টায় তৈরি হবে।

তৎকাল টিকিট বুকিং-এ নয়া নিয়ম- এদিকে, তৎকালে টিকিট বুকিং-র ক্ষেত্রেও নয়া নিয়ম এনেছে রেল। এবার থেকে টিকিট বুকিং-র ক্ষেত্রে যাত্রীর আধার নম্বর যাচাই করা হবে। এক্ষেত্রে অথেন্টিকেশনকে (যাচাই পর্ব) আবশ্যিক করে দিল রেল। আইআরসিটিসি ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে তৎকালে টিকিট বুকিং করার ক্ষেত্রে আইডির অথেন্টিকেশন( পরিচয়পত্রের যাচাই পর্ব) বাধ্যতামূলক হচ্ছে। তৎকাল বুকিংয়ের জন্য সুবিন্যস্ত অথেন্টিকেশন প্রয়োজন, ১ জুলাই, ২০২৫ থেকে কেবলমাত্র আইডি যাচাই হওয়া ব্যবহারকারীদেরই (অথেন্টিকেটেড ইউজার) আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করার অনুমতি দেবে রেল।

তৎকাল বুকিং সংক্রান্ত নিয়ম-এই অথেন্টিকেশন-এর পদ্ধতিতে আধার বা উপভোক্তার ডিজিলকার অ্যাকাউন্টে থাকা যাচাইযোগ্য সরকারি আইডিও কার্যকরি করার বিষয়ে রেলমন্ত্রকের নির্দেশ রয়েছে বলে খবর। এবার থেকে তৎকালে এই টিকিট বুকিং-এ ওটিপি নির্ভর অথেন্টিকেশন জুলাই মাসের শেষ থেকে শুরু হবে।পিআরএস-এ নয়া সুবিধা-আসন্ন সময়ে লাগু হতে চলা রেলের নতুন পিআরএস সিস্টেম একাধিক ভাষায় তথ্য তুলে ধরবে বলে জানানো হয়েছে। যা যাত্রীদের টিকিট বুকি বা কিছু জানার জন্য সুবিধা এনে দেবে। এছাড়াও নতুন পিআরএস-র মাধ্যমে যাত্রীরা ট্রেনে নিজেদের পছন্দের আসন বেছে নিতে আর্জি সাবমিট করতে পারবেন, ভাড়া সংক্রান্ত ক্যালেন্ডারও ওই নতুন পিআরএস সিস্টেমের মাধ্যমে দেখা যাবে। এছাড়াও সুবিধা থাকবে, বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের জন্যও। এমনই জানানো হয়েছে রেলের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *