রোনাল্ডো-ইয়ামাল দ্বৈরথ কখন কোথায় লাইভ দেখবেন?

Spread the love

আজ রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে জার্মানির অ্যালায়েঞ্জ এরিনায় স্পেনের বিরুদ্ধে খেলতে নামছে পর্তুগাল। সেমি ফাইনাল ম্যাচে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে লামিন ইয়ামাল, পেদ্রিদের স্পেন। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল হারিয়ে দিয়েছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে নেশনস লিগের সেমিফাইনালে। স্পেন গতবারও উয়েফা নেশনস লিগ জিতেছিল। তাঁরা ইউরো চ্যাম্পিয়নও। আর পর্তুগাল উয়েফা নেশনস লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে এই ম্যাচের একটা আলাদা গুরুত্ব ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে রয়েছে একটি ইউরো কাপ, একটি নেশনস লিগও। এবার কি আরেকটি ট্রফি জিততে পারবেন সিআরসেভেন? আপামোর ফুটবলবিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে সেদিকেই। একই সঙ্গে তরুণ লামিন ইয়ামালের সঙ্গে বুড়ো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলশৈলির যে লড়াই, তা দেখার জন্যেও মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমিরা।

এমনিতে রোনাল্ডোর যা বয়স, তাতে হয়ত মনে হতে পারে কেরিয়ারে ১০০০ গোলের যে টার্গেট রোনাল্ডো নিয়েছেন, তা হয়ত বেশ কঠিন। স্পেনের বিরুদ্ধে তাঁর সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজকে স্বস্তি দিচ্ছে না। কারণ শেষ ৯ ম্যাচে স্পেনের বিরুদ্ধে মাত্র ১টি গোল করেছেন সিআরসেভেন। যদিও সবরাই মনে রয়েছে ২০১৮ ফুটবল বিশ্বকাপের কথাও, যেখানে স্পেনের বিরুদ্ধে পর্তুগাল ৩-৩ গোলে ম্যাচ ড্র করেছিল সিআরসেভেনের হ্যাটট্রিকের সৌজন্যে। তাই রোনাল্ডো হে তো মুমকিন হে, মনে করছে পর্তুগিজরা।

২০২৩ সালের নেশনস লিগ জয়ের পর ২০২৪ ইউরো জিতেছে পেদ্রিরা। ফলে টানা তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপর জেতার লক্ষ্যে স্প্যানিশ ব্রিগেড, আর তাদেরই রোখার চ্যালেঞ্জ ব্রুনো ফার্নান্দেজ, রাফিনহা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সামনে। আজ রাতে এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়। উয়েফা নেশনস লিগের ফাইনাল ম্যাচ দেখা যাবে ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও লাইভ স্ট্রিমিংয়েরও ব্যবস্থা রাখা হয়েছে। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে চাইলেই নেটিজেনরা ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *