সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে নিজের বিনিয়োগ সংস্থা খুলবেন বলে ঠিক করেন এক ব্যক্তি। বিজ্ঞাপনের কর্ণধারের সাথে যোগাযোগ করে কয়েক লক্ষ টাকা দেন বারাসতের ড: রাজকুমার ভট্টাচার্য।আর সেই টাকা নিয়ে প্রতারণা করেন অভিযুক্ত প্রসেনজিৎ রঞ্জন নাথ।জানা যায়,দশবার লেনদেন করেন,মোট ৩৬ লক্ষ টাকা দেন।আরও জানা যায়,ফেসবুকে সুন্দর ডিজাইন করা বিজ্ঞাপন দেখে নিজের বিনিয়োগ সংস্থা খোলার ইচ্ছে জাগে রাজকুমার বাবুর।সেই হিসেবে প্রসেনজিৎ রঞ্জন নাথের সাথে ফোনে যোগাযোগ হয়,তিনি বলেন এই বিনিয়োগ সংস্থা খুললে মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।রাজকুমারবাবুর ব্রেন ওয়াশ এমনভাবে করা হয় যে দফায় দফায় কয়েক লক্ষ টাকা দিয়ে দেন তিনি।জানা যায়,প্রতারক প্রসেনজিৎ রাজকুমারবাবুকে একটি হোয়াটস অ্যাপ গ্রুপে অ্যাড করান,তারপর দুমাস ধরে নানা পরামর্শ দেওয়া হয় গ্রুপেই।এরপর একটি সংস্থাকে ১৮ লক্ষ টাকা দিতে বলা হয়।সেইমত রাজকুমার ভট্টাচার্য পাঠান টাকাটা।তারপর কয়েক দফায় লক্ষ লক্ষ টাকা পাঠান।সবমিলিয়ে ৩৬ লক্ষ টাকা পাঠিয়ে সর্বসান্ত হোন তিনি।

এরপর দিনের পর দিন মাসের পর মাস চলে গেলে কোনও কাজই হয় না রাজকুমারের।খোঁজ করে জানতে পারে তিনি প্রতারকের পাল্লায় পড়েছেন।এরপরই বারাসত সাইবার ক্রাইম থানাশ অভিযোগ করেন।আনন্দপুর থেকে গ্রেফতার করা হয় প্রসেনজিৎ রঞ্জন নাথকে।তদন্ত শুরু করেছে পুলিশ।