ভারতের হামলায় পাকিস্তান তখন বেহাল। তবে শেহবাজ শরিফের সুইমিং পুলে সময় কাটানো ‘জরুরি’। নিজেই মুখেই সেই কথা স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জানান, ১০ মে ভোরে যখন ভারত-পাক অশান্তি চরমে, তখন তিনি সাঁতার কাটতে চলে গিয়েছিলেন সুইমিং পুলে। এটা তাঁর অভ্যাস। এবং দুই দেশের চরম সংঘাতের আবহতেও নিজের অভ্যাসে এক চুল পরিবর্তন করেননি শেহবাজ।
গতকাল ইসলামাবাদে পাকিস্তানের ‘বিজয়’ পালন করা হয়। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানেই তিনি জানান, ১০ মে ভোররাত আড়াইটের সময় পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে জানান, নূর খান এয়ার বেসে ভারতীয় ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছিল। এছাড়াও আরও একাধিক জায়গায় ভারতীয় মিসাইল আঘাত করেছে।
এরপর শেহবাজ দাবি করেন, ১০ মে ভোর বেলা ফজরের নমাজের পর তিনি সুইমিং পুলে যান। সেখানে তিনি তাঁর সিকিউর লাইনের ফোন নিয়ে যান। তাঁর সহযোগীকে নাকি শেহবাজ বলেছিলেন, কোনও ফোন এলে যেন তাঁকে সঙ্গে সঙ্গে জানানো হয়। এই আবহে তিনি যখন সুইমিং পুলে, তখনই নাকি জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করেছিলেন।
শেহবাজ শরিফের দাবি, পাক সেনা প্রধান তাঁকে সেই সময় জানান যে পাকিস্তান নাকি ভারতকে ‘ভরপুর জবাব’ দিয়েছে। এই আবহে ভারত নাকি সকালবেলাতেই সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছে পাকিস্তানের কাছে। তাই পাকিস্তানের কী করা উচিত, মুনির নাকি শেহবাজের কাছে তা জানতে চান। সেই সময় শেহবাজ নাকি মুনিরকে বলেছিলেন, পাকিস্তানের সেই সংঘর্ষবিরতির প্রস্তাব মেনে নেওয়া উচিত।

এদিকে শেহবাজ শরিফের এই সংঘর্ষবিরতি সংক্রান্ত ‘গল্পে’ বিভ্রান্তি আরও বাড়ল। ভারত জানিয়েছে, পাকিস্তান সংঘর্ষবিরতির জন্যে আবেদন জানিয়েছিল ১০ মে দুপুর নাগাদ। এই আবহে সাড়ে ৩টের সময় দুই পক্ষের আলোচনা হয় এবং বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি কার্যকর করা হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলে যাচ্ছেন, তাঁর মধ্যস্থতায় ভারত-পাক সংঘর্ষবিরতি সমঝোতা হয়েছে। যদিও ভারত তা অস্বীকার করেছে। আর এদিকে পাক প্রধানমন্ত্রী এবার বললেন, ১০ মে সকালে নাকি ভারত সংঘর্ষবিরতির প্রস্তাব দিয়েছিল। এই দাবি সর্বৈব মিথ্যা। তবে উল্লেখ্য, এখানে কোথাও তিনি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কথা উল্লেখই করেননি।