প্রত্যেকেই কোনো একটা কিছুকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরেনি। কোনো রংকে কেউ লাকি মনে করে অনেকে। কেউ আবার কোনো সংখ্যাকে লাকি মনে করে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে এই লাকি জিনিসের মধ্যে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরও (Vijay Rupani) এমন একটি প্রিয় সংখ্যা ছিল বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। সেই লাকি ১২০৬ সংখ্যাটিকে তাঁর ব্যাক্তিগত জীবন ও সরকারি বিভিন্ন কাজকর্মেও দেখা গিয়েছে। আর ভাগ্যের পরিহাসে সেই ১২.০৬ তারিখেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর।
লাকি নম্বরের প্রতি বরাবর ভরসা ছিল বিজয় রূপানির। সরাকারি গাড়ির নম্বর হোক বা ব্যক্তিগত স্কুটারের নম্বর প্লেট সব জায়গাতেই ১২০৬ নম্বর দেখা গিয়েছে। তাঁর পরিচিতদের দাবি ওই নম্বরটিই ছিল বিজয় রূপানির লাকি নম্বর। জীবনের প্রতি মুহূর্তে এই নম্বরটিকে সঙ্গে রাখতেন তিনি। আর ভাগ্যের করুণ পরিণতিতে ওই একই নম্বরের তারিখই হয়ে উঠল তাঁর জীবনের শেষ দিন।
জানা গিয়েছে, লন্ডনে মেয়ে ও স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী অভিশপ্ত বিমানে সওয়ার হয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যাত্রীদের তালিকায় ১২ নম্বরে নাম ছিল তাঁর। ২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। ২০২২ নির্বাচনের আগে, ২০২১ সালেই পদত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৫৬ সালের ২ আগস্ট মায়ানমারে জন্ম বিজয় রূপানির। ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর পরিবার ভারতের রাজকোটে চলে আসে। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন বিজয় রূপানি। এরপর আরএসএস এবং জনসংঘে যোগদান। এমার্জেন্সির সময়ে ১১ মাস জেলেও থাকতে হয়েছে। ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান। ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে তিনি উল্লেখযোগ্য হয়ে ওঠেন। ২০১৬ সালের ৭ আগস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় রূপানি। ২০২১ সালে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হন ভুপেন্দ্রভাই প্যাটেল।