লাভ জিহাদে অভিযুক্ত আমির খান

Spread the love

বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ‘পিকে’ ছবি নিয়ে কথা বলেছেন। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি পিকে। ছবিটি যখন মুক্তি পাওয়ার কথা ছিল, তখন ছবিটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এই ছবি করে সমালোচিত হয়েছিলেন আমির খানও। আমির খানের এই ছবির বিরুদ্ধে হিন্দু ধর্মে অবমাননার অভিযোগ ওঠে। এবার সেই ছবি নিয়ে মুখ খুললেন আমির খান। রজত শর্মার শো আপ কি আদালত-এ রজত শর্মা আমির খানকে বলেছিলেন যে ট্রোলাররা বলে আপনি জিহাদ ভালবাসেন। ‘পিকে’-তে আপনি একজন পাকিস্তানি মুসলিমের সঙ্গে হিন্দু মেয়ের বিয়েকে ন্যায্যতা দিয়েছেন। আমির খান বলেন, ‘দুই ধর্মের মানুষ যখন একত্রিত হয়, তখন তাদের মনে ভালোবাসা কাজ করে। তারা বিয়ে করতে চায়। সব সময় প্রেম জিহাদ হয় না। আমির খান আরও বলেন, ‘দুটি ভিন্ন ধর্মের মানুষের মন যদি এক হয়ে যায়, তাহলে সেটা মানবতার ব্যাপার। সব সময় প্রেম জিহাদ হয় না। দুটো মন মিলে গেলে মানুষ হয়ে যায়। পুরোটাই ধর্মের ব্যাপার।’

আমির খান সবচেয়ে বড় যে কথাটি বলেছিলেন তা হলো প্রেম, ‘আমি আপনাকে বলি। আমার বোন নিখাত সন্তোষ হেগড়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সে একজন হিন্দু, তাই আপনি কি এটাকে লাভ জিহাদ বলবেন? আমার ছোট বোন ফারাত বিয়ে করেছেন রাজীব দত্তকে, সে হিন্দু। আমার বোন মুসলিম। তাহলে আপনি এটাকে লাভ জিহাদ বলবেন? আমার মেয়ে আয়রা, কিছুদিন আগে নপুরের সাথে তার বিয়ে হয়েছে। ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বড় জিনিস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *