পাকিস্তানের লাহোরে পুরনো বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের ঘটা ঘটেছে বলে দাবি করা হচ্ছে পাকিস্তানি মিডিয়াতেই। এরই মাঝে লাহোর থেকে সব বিমান ইসলামাবাদে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যায়। পরে জানা যায়, ইসলামাবাদের বিমানও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ঘটনাস্থলে গিয়েছে পাক বোমা নিষ্ক্রিয়কারী দল। এদিকে এই বিস্ফোরণের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।
পাকিস্তানি পুলিশের দাবি, একটি ড্রোন নাকি লাহোরের পুরনো বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে। এই আবহে লাহোরের স্থানীয়রা যেমন আতঙ্কিত, তেমনই কৌতুহলী হয়ে উঠেছে। এর আগে গতকাল শিয়ালকোটে গভীর রাতে সাইরেন বেজে উঠেছিল। তবে পরে কোনও হামার খবর আর পাওয়া যায়নি। তবে এরপর পাকিস্তানের সব বিমানবন্দর চালু রাখার সিদ্ধান্ত নেয় শেহবাজ সরকার। তবে আজ সকালেই ফের পাকিস্তানের উত্তরের বিমানবন্দরগুলি বন্ধ হয়ে গেল। এমনকী করাচি বিমানবন্দরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল ১০টার সময় ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শিয়ালকোট, লাহোর, ইসলামাবাদের আকাশে এখন একটাও বিমান নেই। ভারতের সীমান্ত ঘেঁষে কোনও বিমান চলাচল করছে না পাকিস্তানে। হাতে গোনা যে কয়েকটা বিমান এখনও পাকিস্তানের আকাশে আছে, তা পশ্চিম সীমান্ত ঘেঁষে উড়ছে। উত্তরের দিকে একমাত্র পেশাওয়ার বিমানবন্দরই সচল আছে আপাতত।

এদিকে ২২ এপ্রিলে পহেলগাঁও হামলার পর ভারত পরপর পদক্ষেপ করেছিল পাকিস্তানের ওপর। এর জেরে পাকিস্তান নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ভারতের জন্য। পরে দেখা যায় বিশ্বের বড় বড় প্রায় সব বিমান সংস্থাই পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে। এর জেরে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হচ্ছে।