লিভারপুলের স্ট্রাইকার দিয়েগো জোটা গাড়ি দুর্ঘটনায় নিহত

Spread the love

মানুষের জীবনের সত্যিই কোনও নিশ্চয়তা নেই। কদিন আগেই জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে উয়েফা নেশন্স লিগ। পর্তুগালের দলের সেই স্ট্রাইকার দিয়েগো জোটাই আর নেই। মাত্র ২৮ বছর বয়সেই জীবনের বৃত্ত থেমে গেল তাঁর। স্প্যানিশ সংবাদপত্র মার্কার রিপোর্ট অনুযায়ী আজ একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুলের তারকা স্ট্রাইকার তথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ দিয়েগো জোটা।

রিপোর্টে দাবি করা হয়েছে স্পেনের জামোরা শহরে পর্তুগিজ এই ফরওয়ার্ড নিজের ভাইয়ের সঙ্গে গাড়িতে ছিলেন, সেই গাড়িই দুর্ঘটনার কবলে পড়ায় তিনি প্রাণ হারালেন। মাত্র কদিন আগেই বিয়ে হয় তাঁর। জামোরা প্রভিনসিয়ার কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘দুজন তরুণ ব্যক্তি একটি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। সেই গাড়িতে আগুন লেগে গেছিল। ভিতরে থাকা দুই ব্যক্তির বয়স ২৬ এবং ২৮ বছর ’।

পোর্তোয় জন্মগ্রহণ করা দিয়েগো জোটা ২০১৬ সালে অ্যাতলেতিকো মাদ্রিদে এসেছিলেন। এরপর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে প্রিমিয়র লিগেও খেলতে দেখা যায় তাঁকে। এরপর লিভারপুলের জার্সিতে এফএ কাপ, লিগ কাপ জেতেন য়ুরগেন ক্লপ জমানায়। সম্প্রতি আর্নে স্লটের কোচিংয়ে লিভারপুলের জার্সিতে তিনি ইংলিশ প্রিমিয়র লিগও জিতেছেন। ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগজয়ী পর্তুগাল দলেরও নিয়মতি সদস্য ছিলেন।

মাত্র ২ সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন তিনি নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন বলে। ভেবেছিলেন নিজের সময়টা ভালোই যাচ্ছে। কারণ একই বছরে ইপিএল ও নেশনস লিগ জিতেছিলেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তাঁকে আর পরের বছরের বিশ্বকাপটাও আর খেলতে দিল না, সঙ্গে সংসারও করতে পারলেন না। অকালেই হারিয়ে গেলেন এই তারকা স্ট্রাইকার। ঘটনার আকস্মিকতায় হতবাক পর্তুগালের মানুষ এবং তাঁর ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *