শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Spread the love

কলম্বিয়ার রাজধানী বোগোতার কাছে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস।

 সকালে ইউএসজিএস জানায়, বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) পূর্বে মধ্য কলম্বিয়ার প্যারাটেবুয়েনো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

আল জাজিরা বলছে, ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার প্রতিবেদকরা জানিয়েছেন, ভূমিকম্পে বোগোতার আশপাশে ভবনগুলো কেঁপে ওঠে এবং সাইরেন বেজে ওঠে। এসময় বিভিন্ন ভবনের বাসিন্দারা নিরাপত্তার জন্য রাস্তায় ছুটে আসেন।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বোগোতার মেয়র কার্লোস গ্যালান। সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানান তিনি।

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, এটি ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প ছিল, যার কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।

উচ্চ ভূমিকম্প-প্রবণ অঞ্চল মধ্য কলম্বিয়ায় এর আগেও একই মাত্রার ভূমিকম্প হয়েছে। ১৯৯৯ সালে এই অঞ্চলে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ১,২০০ মানুষ প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *