শনিবার ভিজবে বাংলা! কতদিন চলবে?

Spread the love

শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে একেবারে জ্বালানি পোড়ানি গরম। রোদের প্রচন্ড তাপ। তবে দুপুরের পর থেকে কলকাতা সহ কিছু জেলায় আকাশ মেঘলা হতে শুরু করে। তবে সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে জানা গিয়েছে, সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরে আগামী চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার অর্থাৎ ১৭ মে ২০২৫ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমবর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গেই কলকাতাতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব বর্ধমান, মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রবিবার কলকাতা সহ রাজ্যের সিংহভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে সোমবারও। অর্থাৎ ১৯ মে রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হবে মঙ্গলবারও। সেদিন দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আঞ্চলিক আবহাওয়া দফতরের তরফে এই পূর্বাভাসের কথা জানা গিয়েছে।

আগামী সাতদিনের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন একঝলকে।
১৭ মে বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ঝড়বৃষ্টি হতে পারে ১৮ মে তারিখেও। সেদিনও বজ্র বিদ্যুৎ সহ ঝড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ মে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ২০ মে তারিখেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বাংলার একাধিক জেলায়। তবে ২১শে মে বৃষ্টি কিছুটা কমবে। সেভাবে কোনও সতর্কতা নেই। আকাশ অংশত মেঘলা থাকবে। ২২শে মে আকাশ মেঘলা থাকতে পারে কিছু জায়গায়। তবে আহাওয়া দফতরের তরফে কোনও সতর্ক বার্তা নেই। ২৩শে মে সতর্কবার্তা নেই। তবে ২১শে মে থেকে ২৩শে মে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *