শয়ে শয়ে জাল ডেথ সার্টিফিকেট বাতিল

Spread the love

জাল বার্থ সার্টিফিকেট কাণ্ডের পর এবার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে ধরা পড়ল জাল ডেথ সার্টিফিকেট চক্র। অভিযোগ, শুধু জাল বার্থ সার্টিফিকেট নয়, দেদার জাল ডেথ সার্টিফিকেটও জারি করেছেন গৌতম সরদার নামে অভিযুক্ত ওই অস্থায়ী পঞ্চায়েত কর্মী। এরকম ৫১০টি জাল ডেথ সার্টিফিকেট চিহ্নিত করে স্বাস্থ্য দফতরকে তা বাতিল করার আবেদন জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কিন্তু প্রশ্ন উঠছে, পঞ্চায়েত প্রধান ও অন্যান্য আধিকারিকদের নাকের ডগায় কী করে এই কাজ দিনের পর দিন চালিয়ে গেলেন একজন অস্থায়ী কর্মী?

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, পাঠানখালি গ্রাম পঞ্চায়েত থেকে ৫১০টি জাল ডেথ সার্টিফিকেট জারি হয়েছে। প্রধানের ফোন নম্বরের জায়গায় নিজের ফোন নম্বর বসিয়ে সেখান থেকে OTP নিয়ে এই কাজ করেছেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সরদার। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, তদন্ত চলছে। আর কোনও বেনিয়ম পাওয়া গেলে সেগুলিও বাতিল করা হবে।

ওদিকে জাল বার্থ সার্টিফিকেট চক্রে যুক্ত থাকার অভিযোগে রহমতুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। ধৃত যুবক একটি নার্সিংহোমের মালিক। গৌতম সরদারকে জেরা করে তাঁর সন্ধান পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত যুবক নার্সিংহোমের কারবারের আড়ালে জাল বার্থ সার্টিফিকেট চক্রে যুক্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *