শরীরে এখনও রয়েছে সংক্রমণ! হয়েছে অস্ত্রোপচার

Spread the love

প্রভাত রায় দীর্ঘদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তাঁর ডায়ালিসিস চলছে অনেক দিন ধরেই। হাসপাতালে ভর্তিও ছিলেন বেশ কিছুদিন। সম্প্রতি বাড়ি ফেরেন। কিন্তু ফের অসুস্থ হলে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি এখন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে কেমন আছেন বর্ষীয়ান পরিচালক?

কেমন আছেন প্রভাত রায়?

প্রভাত রায়ের মেয়ে একতা ভট্টাচার্য আনন্দবাজারকে জানিয়েছেন শুক্রবার অর্থাৎ ১৬ মে একটি রক্ত পরীক্ষার রিপোর্ট আসার কথা আছে প্রভাত রায়ের। তবে একতা এও জানিয়েছেন যে চিকিৎসকরা জানিয়েছেন যতক্ষণ না বর্ষীয়ান পরিচালকের শরীর থেকে সংক্রমণ কমছে ততক্ষণ তাঁরা নিশ্চিন্ত হতে পারছেন না।

কিন্তু কেন হঠাৎ ফের অসুস্থ হয়ে পড়েন প্রভাত রায়? কিছুদিন আগে স্বামীর কাছে গিয়েছিলেন একতা ভট্টাচার্য। প্রভাত রায়ের জামাই ওখানেই কর্মরত। সেখান থেকেই বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময় একতা দেখেন পরিচালকের চোখের নিচ ফুলেছে। এমনকি রক্তচাপও নাকি বেড়ে গিয়েছিল তাঁর। সেই জন্যই তিনি তড়িঘড়ি করে বাবাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। নিজেও ফেরেন শহরে।

জানা গিয়েছে প্রভাত রায়ের পার্মক্যাথ অর্থাৎ পার্মানেন্ট ক্যাথিটারে সংক্রমণ হয়েছে। বুধবার রাতেই অস্ত্রোপচার করা হয়েছে প্রভাত রায়ের। জটিল অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকদের লক্ষ্য পরিচালকের দেহ থেকে সংক্রমণ কমানো। ফলে তিনি বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *