শর্মিলা নন! কাঞ্চনজঙ্ঘার জন্য অলকানন্দাই প্রথম পছন্দ ছিলেন সত্যজিতের?

Spread the love

২ মে দিনটিকে ‘রে-ডে’ বলেন অনেকেই। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী এদিন। আর এবারের এই বিশেষ দিনে অস্কারজয়ী পরিচালকের কাঞ্চনজঙ্ঘা ছবির বিষয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনলেন সেই ছবির নায়িকা অলকানন্দা রায়। কী জানালেন?

কী জানিয়েছেন অলকানন্দা?

অলকানন্দা রায় এদিন সত্যজিৎ রায় পরিচালিত ছবি কাঞ্চনজঙ্ঘা প্রসঙ্গে দ্য ওয়ালকে জানিয়েছেন উইকিপিডিয়া যে তথ্য আছে যে এই ছবির জন্য নাকি সত্যজিৎ রায়ের প্রথম পছন্দ ছিলেন শর্মিলা ঠাকুর সেটা আসলে ভুল। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, ‘আমায় চেয়েছিলেন মানিক দা। নতুন মুখ খুঁজছিলেন উনি। আমায় সৌমিত্র দাও বলেছিলেন যে কাঞ্চনজঙ্ঘার স্ক্রিপ্ট যখন মানিক দা আমায় শোনান আমি লাফিয়েছিলাম যে এটা আমি করব। কিন্তু উনি বলেছিলেন এই চরিত্রে তাঁকে মানাবে না। অরুণ মুখোপাধ্যায় তখন এলেন নতুন মুখ হিসেবে। কিন্তু উইকিপিডিয়ায় এই ভুল থাকার কারণে অনেকেই আমাকে এই প্রশ্ন করেন।’

এদিন একই সঙ্গে অলকানন্দা জানান তিনি যে সত্যজিৎ রায়ের ছবির নায়িকা সেটা তাঁর শ্বশুর বাড়ির জন্য সম্মানহানির একটি কারণ ছিল। এমনকি কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয় করার অনুমতি যখন তিনি তাঁর বাবার থেকে পান তখন নাকি পরিচালককে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছিল। অভিনেত্রী জানিয়েছেন সত্যজিৎ রায়কে বলা হয়েছিল অভিনেত্রীর ফোন নম্বর কাউকে দেওয়া যাবে না, তাঁকে আর অন্য কোনও ছবি বা রাত পার্টির জন্য ডাকা যাবে না। সমস্ত শর্ত মেনে নিয়েছিলেন সত্যজিৎ।

অলকানন্দা রায় এদিন আরও জানান, ‘আমার শ্বশুর বাড়ি ভীষণ রক্ষনশীল ছিল। লোকসমাজে আমার অভিনেত্রীর পরিচয় তাঁরা দিতে চাইতেন না। সত্যজিৎ রায়ের ছবির নায়িকা, তাও শ্বশুর বাড়ির কাছে আমার অভিনেত্রী হওয়ার পরিচয় সম্মানহানির কারণ ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *