শশী থারুরকে গুরুত্বপূর্ণ পদ মোদী সরকারের

Spread the love

পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে কূটনৈতিক বার্তা পৌঁছে দিতে চাইছে ভারত সরকার। এই আবহে সাত সাংসদের একটি সর্বদলীয় প্রতিনিধি দল ঘোষণা করা হয়েছে আজ। তাঁরা আন্তর্জাতিক মঞ্চে উচ্চ পর্যায়ের কূটনৈতিক মিশনে দেশের প্রতিনিধিত্ব করবেন। সংসদীয় বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই মিশনের লক্ষ্য হল সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জাতীয় ঐকমত্য এবং দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরা।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যে শক্তিশালী বার্তা মোদী সরকার দিয়েছে তা বিশ্বের কাছে পৌঁছে দেবে এই ৭ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে বিভিন্ন দলের সাংসদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কূটনীতিকরা থাকবেন। কংগ্রেসের চারবারের সাংসদ শশী থারুর এমনই একটি দলের সভাপতিত্ব করবেন। এছাড়া এই সর্বদলয় অন্যান্য দলগুলির মাথায় থাকবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পান্ডা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপি (শরদ পাওয়ার)-র সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

রিপোর্ট অনুযায়ী, মোট ৪০ জন বহুদলীয় সাংসদ এই সাতটি দলে থাকবেন। সেই সব সদস্যদের নাম এখনও প্রকাশ করা হয়নি। এদিকে কংগ্রেস দাবি করেছে, বিজেপি সরকারের তরফ থেকে এর আগে তাদের থেকে ৪ জন সাংসদের নাম চাওয়া হয়েছিল এই সর্বদলীয় সংসদীয় কমিটির প্রধানের পদের জন্যে। সেই মতো কংগ্রেস নাকি আনন্দ শর্মা, গৌরব গগৈ, সৈয়দ নাসির হুসেন এবং রাজা ব্রারের নাম দিয়েছিল সরকারের কাছে। সেই তালিকায় ছিল না শশী থারুরের নাম। তবে বিগত দিনে সরকার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারি নীতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় যেভাবে শশী থারুর গলা ফাটিয়ে চলেছেন, তাতে তাঁকে এই সর্বদদলীয় দলগুলির একটির সভাপতি বানানোর বিষয়টি প্রত্যাশিতই ছিল।

এদিকে এনডিটিভির রিপোর্টে দাবি করা হয়েছে, এই সব দলে থাকতে পারেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে, বাঁসুরি স্বরাজ, অনুরাগ ঠাকুর, এমজে আকবর, শমীক ভট্টাচার্য, দগ্গুবতী পুরন্দেশ্বরী এবং এসএস আহলুওয়ালিয়া। এছাড়া অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, কংগ্রেস নেতা সলমান খুরশিদ এবং মণীশ তিওয়ারি, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির গুলাম নবি আজাদ, শিবসেনা (ইউবিটি) নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী, বিজু জনতা দলের সস্মিত পাত্র, ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাংসদ জন ব্রিটাস, আম আদমি পার্টির বিক্রমজিৎ সাহনে এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) নেতা কৃষ্ণা দেবরায়ালু লাভু এবং গান্টি হরিশ মধুরও প্রতিনিধিদলের অংশ হবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *