রাজা গোম্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। তিনি তাঁর রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। আর তার জন্য অনেক সময় কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। বুধবার রাজা তাঁর ও মধুবনীর ছবি দিয়ে তাঁদের সাফল্যের গল্প ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। জানিয়েছিলেন পরীক্ষার ফলই শেষ কথা বলে না, তারপরও সাফল্য এসে ধরা দেয়। তবে সেখানে তাঁর ও মধুবনীর সম্পত্তির পরিমাণ নিয়ে কথা বললে অনেকেই তাঁকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন। এবার তাঁদের কড়া জবাব দিলেন অভিনেতা।
বুধবার সন্ধ্যায় সমাজমাধ্যমের পাতায় নায়ক লেখেন, ‘আজ সকালে আমার second division এ পাশ করার পোস্টটায় দেখলাম অনেকে আমায় উত্তেজিত হয়ে অশিক্ষিত বলেছেন। তাঁদের উদ্দেশ্যে বলছি Sir/ Ma’am আমি একজন B.Tech IT Engineer , মাধ্যমিকে অঙ্কে ৯১ এবং বিজ্ঞান বিভাগে ৮৫% পাওয়া ছাত্র। চাইলে রেজাল্টের ছবি পোস্ট করে দেব। বুক বাজিয়ে সত্যি কথা বলার সৎ সাহস আছে, আমার ভদ্রতাকে দয়া করে দুর্বলতা মনে করবেন না দয়া করে। পুনশ্চ: আবার বলবেন না যে শিক্ষার বড়াই করছে।’
তাঁর এই পোস্ট দেখে অনেকই নানা মন্তব্য ভরিয়ে দেন। একজন অনুরাগী লেখেন, ‘আপনি ৯১-ই পান আর না পান তাতে কী। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটা অনেকটা ত্যাগ আর পরিশ্রম এর ফল। এমনি এমনি আপনার মুখ দেখে সম্পত্তি দিয়ে দেয়নি। তাই লোকের কথায় কান না দেওয়াই ভালো। লোক আপনি দু’পা এগোতে চাইলে দশ পা টেনে পিছিয়ে দেবে। ভালো থাকবেন।’

আর একজন লেখেন, ‘যাদের বোধ বুদ্ধি কম তাঁরাই এই result দিয়ে মানুষের শিক্ষাটা বিচার করে,আমার মতে প্রকৃত শিক্ষা ফলাফল বা নম্বরের উপর নির্ভর করে না।’ আর একজন লেখেন, ‘কেউ আপনাকে অশিক্ষিত, মূর্খ যদি বলেও থাকে আপনি তাতে কখনই অশিক্ষিত মূর্খ হয়ে যাবেন না, এটা আপনি নিশ্চয়ই জানেন। কেউ আপনাকে এত বড় কথা বলুক সেই সুযোগটাই বা কাউকে আপনি দিলেন কেন? আপনি মাধ্যমিকে কত পেয়েছেন উচ্চমাধ্যমিকে কত পেয়েছেন এগুলো পাবলিক ফোরামে আলোচনা না করলেই পারতেন। সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কারণ আপনি কি পারতেন বাকি না পারতেন এটা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আমি নই। আপনি নিজেও জানেন যে আপনি নিজের লাইফে কতটা সাকসেসফুল। তাই সর্বসাধারণের কাছে ব্যাখ্যা দিতে গেলে সকলের দেখার দৃষ্টিকোণ তো সমান নয় দাদা? যে যার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আপনাকে কমেন্ট করবে।’