গত ২২ এপ্রিল (২০২৫) কাশ্মীরের পহেলগাঁওয়ে যে পৈশাচিক জঙ্গি হামলা চালানো হয়, তার জবাব দিতে গত ৭ মে ভোররাত থেকে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় প্রতিরক্ষাবাহিনী। শেষমেষ গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হয়। পরবর্তীতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, অপারেশন সিঁদুর চলাকালীন আমরা আমাদের পাঁচজন বীর সন্তানকে হারিয়েছি। দেশমাতৃকার সেবায় শহিদ হয়েছেন ভারতের ওই পাঁচ সেনা-সদস্য। একইসঙ্গে, বাহিনীর তরফে অপারেশন সিঁদুর-এর সাফল্যের বিস্তারিত খতিয়ানও তুলে ধরা হয়।
এই প্রেক্ষাপটে আজ (বুধবার – ১৪ মে, ২০২৫) নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেন, অপারেশন সিঁদুর-এ ভারতীয় প্রতিরক্ষাবাহিনীসমূহের সাফল্য ও দক্ষতাকে কুর্নিশ জানাতে এবং শহিদদের প্রতি সম্মান জানাতে বিশেষ কর্মসূচি পালন করা হবে।
মমতা জানিয়েছেন, এই বিশেষ কর্মসূচি তাঁর দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পালন করা হলেও এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি জানান, আগামী শনি ও রবিবার বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি রাজ্যের প্রতিটি ব্লক ও ওয়ার্ডের পালন করা হবে। বাংলার শাসকদলের পক্ষ থেকে সর্বত্র শোভাযাত্রা বের করা হবে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি ব্লক এবং ওয়ার্ডে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানানো হবে। যাতে মাতৃভূমির জন্য যাঁরা জীবন উৎসর্গ করলেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো যায়।’ তিনি জানান, দলের কর্মীরা আগামী দিনে শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের বাড়িতেও পৌঁছে যাবেন।
মমতা আরও বলেন, ‘এটা রাজনীতির বিষয় নয়। দেশের জন্য, দেশবাসীর জন্য লড়াই করে সশস্ত্র বাহিনীর যে সব জওয়ান জীবন উৎসর্গ করলেন সেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য।’ প্রসঙ্গত, ইতিমধ্যেই অপারেশন সিঁদুর-এর সাফল্য প্রচারে দেশজুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে বিজেপি।