শান্তিলালের জন্মদিনে অদেখা ছবি পোস্ট ঋতব্রতর

Spread the love

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অনবদ্য অভিনেতা হলেন শান্তিলাল মুখোপাধ্যায়। গোয়েন্দা চরিত্রে হোক অথবা খলচরিত্রে, শান্তিলাল মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। বাবার পথ অনুসরণ করে এই মুহূর্তে টলিউডের একজন খ্যাতনামা অভিনেতা হয়ে উঠছেন ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়ও।

‘জেনারেশন আমি’ ছবিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এই দুই তারকা। তবে ব্যক্তিগত জীবনেও এই বাবা ছেলের জুটিকে বেশ পছন্দ করেন দর্শকরা। বাবা এবং ছেলের মধ্যে ভালোবাসা যে কতটা গভীর, তার প্রমাণ আরও একবার পাওয়া গেল ঋতব্রতর পোস্ট করা একটি ছবি দেখে। কী সেই ছবি?

সম্প্রতি শান্তিলাল মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দুটি অদেখা ছবি পোস্ট করেন ঋতব্রত। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তখন আর এখন। আজ বাবার জন্মদিনে একটু টাইম ট্রাভেল ছবির সঙ্গে। বয়সের সঙ্গে swag আরো বাড়ুক। ভালোবাসা।’

বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঋতব্রত লেখেন, ‘শুভ জন্মদিন গোয়েন্দা সিনিয়র, ফ্রম গোয়েন্দা জুনিয়র। প্রথম ছবিটি আমার মুখে ভাতের, দ্বিতীয়টি আমাদের ফাদার্স ডের বিজ্ঞাপনের। ছবিতে বাবাকে ট্যাগও করেছেন ছেলে।’ঋতব্রত যে ছবি দুটি পোস্ট করেছেন তার মধ্যে প্রথম ছবিটি ভীষণ ভীষণ স্পেশাল কারণ ছবিটি ঋতব্রতর অন্নপ্রাশনের ছবি। ছবিতে বাবার কোলে ধুতি পাঞ্জাবি পরে বসে থাকতে দেখা যায় ঋতব্রতকে। শান্তিলাল মুখোপাধ্যায়কে দেখা যায় একটি খয়েরী রঙের শার্ট পরে থাকতে।

ছবিটির প্রতিটি কোণায় ফুটে উঠছে নস্টালজিয়া। অভিনেতার পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বাসেডর গাড়ি মুহূর্তে ভাসিয়ে নিয়ে যাবে পুরানো দিনে। জন্মদিনে ছেলের তরফ থেকে এমন একটি গিফট পেতে কার না ভালো লাগে!

প্রসঙ্গত, ‘ওপেন টি বায়স্কোপ’ ছবির হাত ধরে টলিউডের আত্মপ্রকাশ করেছিলেন ঋতব্রত। এরপর ‘আবার আসবো ফিরে’, ‘রক্ত রহস্য’, ‘কিশোর কুমার জুনিয়র’, ‘জেনারেশন আমি’ সহ একাধিক ছবিতে অভিনয় করে বারবার প্রশংসিত হয়েছেন ঋতব্রত। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবিতে।

অভিনয় ছাড়াও লেখালেখি করতে ভীষণ ভালোবাসেন ঋতব্রত। ঋতব্রত ও তাঁর দুই বন্ধুর লেখা ছবি ‘ভালোবাসার বাড়ি’ নামক একটি সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে হইচইয়ে। সিরিজটি পরিচালনা করেছেন অরিত্র সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *