শাহরুখ উপহার দিয়েছিলেন দামি ল্যাপটপ! সেটা আমি কখনও ব্যবহারই করিনি

Spread the love

আমির ও শাহরুখ বলিউডের দুই অভিনেতাই নিজ নিজ কেরিয়ারে যথেষ্ঠ সফল। এই দুই অভিনেতাই বলিউডকে অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। এবার মুক্তি পেতে চলেছে আমির খানের ছবি ‘সিতারে জমিন পর’। এদিকে সম্প্রতি এক পডকাস্টে আমির খান জানিয়েছেন, নব্বইয়ের দশকে শাহরুখ ও সলমন খানের সঙ্গে তাঁর প্রতিযোগিতাপূর্ণ মনোভাব ছিল। আমিরের কথায়, তবে ওই প্রতিযোগিতাটি সবসময় এক স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল। একই সঙ্গে শাহরুখ খানের সঙ্গে বিদেশে বেড়াতে যাওয়ার কথাও জানান আমির। তিনি বলেন যে শাহরুখ তাঁকে একটি ল্যাপটপ উপহার দিয়েছিলেন যা তিনি কখনও ব্যবহার করেননি।

রাজ শামানির পডকাস্টে আমির খান বলেন, ‘৯০-এর দশকে আমদের মধ্যে প্রতিযোগিতা ছিল যে আমাদের মধ্যে কে বেশি সফল! দুজনেই ভাবতেন যে তাঁদের সবচেয়ে সফল হওয়া উচিত এবং প্রশংসা পাওয়া উচিত, আর এটা একটি ভালো বিষয় ছিল। তবে আমার দিক থেকে, আমি কখনও কোনও নেতিবাচকতার মধ্যে পড়তাম না। আমি নিজেকে কখনওই এগুলোর মধ্যে ঢুকতে দিতাম না। আমার দিক থেকে সবসময়ই একটা সুস্থ প্রতিযোগিতা ছিল।’

ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা নিয়ে কী বললেন আমির খান?

আমির খান আরও বলেন, ‘কেউ যদি ভালো কাজ করে, আমার মনে হয় আমারও এটা করা উচিত। অন্যের কাজে আমি অনুপ্রাণিত হই। তবে তাঁদের সাফল্য আমাকেও আনন্দ দেয়। আমরা ৩০-৩৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, শুধু আমি, শাহরুখ বা সলমন নই, ইন্ডাস্ট্রিতে অন্যান্য অভিনেতারাও রয়েছেন। আমরা সবাই একে অপরকে অনেক শ্রদ্ধা করি। আসলে আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করি না, আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।

শাহরুখ খান যখন আমিরকে একটি ল্যাপটপ উপহার দিয়েছিলেন

সাক্ষাৎকারে আমির খান আদিত্য চোপড়ার দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সম্পর্কেও কথা বলেছিলেন। তিনি জানান, ডিডিএলজে মুক্তির পর শাহরুখ ও তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। সেখানে শাহরুখ নিজের জন্য একটি লেটেস্ট ল্যাপটপ কিনেছিলেন। শাহরুখ নিজের জন্য একটি ল্যাপটপ কিনেছিলেন, আমির খানের জন্যও কেনেন। তবে আমির খানের প্রযুক্তি সম্পর্কে তেমন ধারণা ছিল না, তাই তিনি কখনও ওই ল্যাপটপ ব্যবহারই করেননি।

আমিরের কথায়. ‘চার বছর পর, আমার ম্যানেজার আমাকে জিগ্গেস করেন যে তিনি আমার ওই ল্যাপটপটি ব্যবহার করতে পারেন কিনা? আমি তখন আমার ওই ল্যাপটপের কথা ভুলেই গিয়েছিলাম। যখন তিনি আমাকে ওটা দেখালেন, তখন আমি বুঝতে পারলাম যে আমি এটা কখনও ব্যবহার করিনি। তখন আমি আমার ম্যানেজারকে ওটা ব্যবহার করতে বলি। আপনি বিশ্বাস করবেন না যে ওটা আর অনই হল না, কারণ,৪ বছর ধরে সেটা পড়েই ছিল, ব্যবহার হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *