শাহরুখ না সলমন? অস্ট্রেলিয়ায় অনুষ্ঠান করতে কে বেশি টাকা নেন?

Spread the love

ভারতে সলমন খান এবং শাহরুখ খানের ফ্যান ফলোইং আকাশ ছোঁয়া। তবে জানেন কি, দুজনের মধ্যে অস্ট্রেলিয়ায় কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি? প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ার অনুষ্ঠানের আয়োজক পেস ডি এবং বিক্রম সিং রণধাওয়াকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অস্ট্রেলিয়ায় শাহরুখের ফ্যান ফলোয়িং সলমন খানের থেকে অনেক বেশি।

রণবীর নাকি কার্তিক: কে বেশি টাকা নেন?

সাক্ষাৎকারে সিদ্ধার্থ কান্নান তাঁকে জিজ্ঞাসা করেন সলমন খান নাকি শাহরুখ খান, কে বেশি পারিশ্রমিক নেন? তখন তিনি শাহরুখের নাম নেন। আয়োজকদের যখন জিজ্ঞাসা করা হয় যে কার্তিক আরিয়ান এবং রণবীর সিংয়ের মধ্যে কে বেশি পারিশ্রমিক নেয়, তখন তাঁরা জানান যে, রণবীর কার্তিকের চেয়ে বেশি পারিশ্রমিক পান।

জানেন কোন অভিনেত্রীকে নিয়ে পাগল অস্ট্রেলিয়ানরা?

এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কে? তখন তাঁরা করিনা কাপুরের নাম নেন। ‘মানুষ তাঁকে নিয়ে পাগল।’ দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, কৃতি শ্যানন এবং আলিয়া ভাটের মতো অভিনেত্রীদের তুলনায়, করিনা কাপুরকে নিয়ে মাতামাতি কি অনেক বেশি?

জবাব আসে, ‘হ্যাঁ, তিনি একজন কিংবদন্তি অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মানুষ তাঁকে পছন্দ করে আসছে। যারা কনসার্টের জন্য টিকিট নেন এবং শুভেচ্ছা জানান, তাঁরা কেউই খুব তরুণ নন। যারা এখানে অনেকদিন ধরে বসবাস করছে, তাঁরাই বেশি টিকিট নেন। করিনা, ঐশ্বর্য রাই এবং প্রীতি জিন্টা… এদের জন্য মানুষ পাগল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *