শিবের বেশে অক্ষয় জুটি বাঁধলেন প্রভাসের সঙ্গে

Spread the love

বহুদিনের অপেক্ষার হল শেষ, মুক্তি পেল ‘কানাপ্পা’ ছবির অফিশিয়াল ট্রেলার। এই প্রথম বড় পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধলেন অক্ষয় কুমার। মুকেশ কুমার সিং পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৭ জুন।

মুকেশ কুমার সিং পরিচালিত কানাপ্পা ছবিটি একটি পৌরাণিক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সিনেমায় অক্ষয় কুমার, প্রভাস এবং মোহনলালের মতো একাধিক সুপারস্টার অভিনয় করেছেন। প্রধান ভুমিকায় অভিনয় করেছেন বিষ্ণু মাঞ্চু। এক কথায় বলা ভালো, এই ছবিটি এই বছরের সবথেকে তারকা খচিত একটি ছবি হতে চলেছে।

ট্রেলারের প্রথমেই একটি ছোট্ট ছেলেকে একটি দেবীর মূর্তির দিকে পাথর নিক্ষেপ করতে দেখা যায়। পরে দেখা যায় সেই পাথরটি লুফে নিয়েছেন ভগবান শিব। ট্রেলার দেখলেই আপনি বুঝতে পারবেন দুই উপজাতি দলের মধ্যে তৈরি হওয়া একটি সংঘর্ষের কাহিনী দেখানো হয়েছে এই ছবিতে।

এই সিনেমায় একদিকে শিবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অন্যদিকে প্রভাস রুদ্রের ভূমিকায় অভিনয় করেছেন, মোহনলাল অভিনয় করেছেন কিরাতের চরিত্রে। গোটা ছবিটিই তৈরি হয়েছে একটি আধ্যাত্মিক কাহিনির উপর ভিত্তি করে, যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশন সিকুয়েন্স দেখতে পাবেন দর্শকরা।

ট্রেলার দেখতে দেখতে এক সময় আপনার বাহুবলির কথা মনে হতেই পারে। অনেকটা একই রকম অ্যাকশন দৃশ্য, একই রকম প্রেক্ষাপট দেখানো হয়েছে ছবিতে। ছবিটিকে বর্ণনা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘একজন সাধারণ শিকারির ঐতিহাসিক এবং ভক্তিমূলক গল্প, যে গল্পে দেখানো তার ভক্তি, সাহস এবং ত্যাগের কথা।’

উল্লেখ্য, ‘কান্নাপ্পা’ প্রযোজনা করেছেন প্রবীণ অভিনেতা মোহন বাবু, যিনি প্রধান অভিনেতা বিষ্ণু মাঞ্চুর বাবা। বিষ্ণু মাঞ্চু লিখেছেন চিত্রনাট্য। ছবিটিতে কাজল আগরওয়াল, প্রীতি মুকুন্দন, ব্রহ্মানন্দম এবং শরৎ কুমার সহ অসংখ্য শিল্পী কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *