শিলিগুড়ির মাটিগাড়া সেনা ছাউনির কাছে ঘুরঘুর আফগান যুবকের

Spread the love

শিলিগুড়িতে মাটিগাড়া সেনা ক্যাম্পের কাছে ঘুরঘুর করছিল এক ব্যক্তি। এমনকী সে ভেতরে প্রবেশ করার ব্যাপারেও চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ। এরপরই তাকে আটক করা হয়। খবর যায় মাটিগাড়া থানায়। মাটিগাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

ধৃত ব্যক্তির নাম আসিয়া খান। সে আসলে আফগান নাগরিক বলে খবর। তাকে পুলিশ জেরা করে সদুত্তর কিছু পায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যক্তি দাবি করেছেন, ওই সেনা ক্যাম্পের এক আবাসিক তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছেন। সেকারণেই তিনি সেই টাকা চাইতে গিয়েছিলেন। তবে সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আর কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ। বাস্তবে কেন তিনি ওই জায়গায় গিয়েছিলেন, বাস্তবে তিনি ক্যাম্পের কাউকে টাকা ধার দিয়েছিলেন কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। তবে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি। সেকারণে আর কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ।

এদিকে সূত্রের খবর, তার পরিবার আফগানিস্তানে থাকে। তিনি অসমে অনেকদিন ছিলেন। অসমের কিছু নথি তার কাছ থেকে মিলেছে। আপাতত শিলিগুড়িতে ভাড়া থাকেন। তবে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *