শুকনো গলায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

Spread the love

ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রবিবার ফের একবার তেহরানকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের হানায় ইরানকে কথায় কথায় তোপ দাগছেন ট্রাম্প। আবার হামলার ভয়ে বারবার এও দাবি করছেন, এই সব হামলার সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই। এই আবহে ট্রাম্পের স্পষ্ট বার্তা, ‘ইরান আমেরিকায় হামলা চালালে মার্কিন সেনারা পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাবে।’ 

সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানকে হুঁশিয়ার করে ট্রাম্প লেখেন, ‘ইরান আমাদের ওপর আক্রমণ করলে আমাদের সশস্ত্র বাহিনী এমন পদক্ষেপ করবে যা ইরান কখনও কল্পনাও করতে পারেনি।’ এদিকে আবার হুঁশিয়ারির মাঝেও শান্তিবার্তাও গুঁজে দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারে আমেরিকা।

এদিকে রবিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা হওয়ার কথা ছিল। তা বাতিল করা হয়েছে। ট্রাম্প অবশ্য তেহরানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবকিছু হারানোর আগেই ইরানকে এখনই একটি চুক্তি করতে হবে। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে তাদের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সব ঘাঁটিতে হামলা চালাবে তারা। এখনও অবশ্য ইরান এমন কিছু করেনি। তবে তারা ইজরায়েলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

শনিবার রাতে ইজরায়েলের বিরুদ্ধে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হানায় অন্তত ৮ জন ইজরায়েলি প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। জখম হয়েছেন শতাধিক। এদিকে ইজরায়েলের পালটা হামলায় ইরানের দুটি জ্বালানি ভাণ্ডারে আগুন ধরে গিয়েছে। সেগুলি রাতভর দাউ দাউ করে জ্বলেছে। এদিকে ইজরায়েল বারবার হুঁশিয়ারি দিয়ে বলছে, ইরান অতর্কিত হামলা বন্ধ না করলে তারা এমন অভিযান চালাবে, যা ইরান স্বপ্নেও ভাবতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *