শুভেন্দুকে জবাব দিতে সন্দেশখালিতে পাল্টা সভা TMC-র

Spread the love

সন্দেশখালির সভা থেকে মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার প্রতিবাদে আগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার আজ রবিবার সন্দেশখালিতে পাল্টা সভা করছে শাসক দল। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বিধানসভা এলাকার কনমারি বাজারে ভারত সেবাশ্রম সংঘের মঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই সভা থেকে শুভেন্দুকে তীব্র আক্রমণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। 

গত ৯ জুন সন্দেশখালির মঠবাড়িতে দাঁড়িয়ে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সমালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী। শুধু সমালোচনাই নয়, পাঁচশো-হাজার টাকার অনুদানের জন্য মায়েরা নিজেদের শাখা, সিঁদুর বিসর্জন দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। 

এই মন্তব্যের বিরুদ্ধে তখনই সরব হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছিলেন, নারীর সম্মানের কথা বিজেপির মুখে মানায় না। বাংলার নারীরা বিরোধী দলনেতার এই অপমান মানতে পারছেন না। এর আগেও বিজেপি নেতারা বলেছিলেন, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন। লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের অপমান করেছেন। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এই সমস্ত ক্ষোভ, প্রতিবাদ ও রাজনৈতিক চাপের পরিপ্রেক্ষিতেই আজ ১৫ জুন রবিবার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসেবে থাকছেন জঙ্গলকন্যা বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এছাড়াও, একঝাঁক মহিলা নেত্রী সভায় উপস্থিত থাকতে চলেছেন বলে তৃণমূল সূত্রের খবর। এই সভার আয়োজন করছেন সন্দেশখালির বিধায়ক সুখমার মাহাতো। তৃণমূলের মতে, শুভেন্দু অধিকারীর মন্তব্য শুধু নারীবিদ্বেষী নয়, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচারে ভরা। তাই সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে আজ শাসক দল কড়া বার্তা দিতে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *