মহেশতলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। বৃষ্টির মধ্যেই বুধবার তিনি মহেশতলায় যান। এদিকে মহেশতলায় যেতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মীরা।
একাধিক ট্যাবলো ঘুরছিল এলাকায়। সেখানে লেখা ‘আমি গিরগিটি’। কিছুদিন আগেই তপ্ত হয়েছিল মহেশতলা। পুলিশকে নিশানা করে পাথরবৃষ্টি হয়েছিল। ঝামেলা থামাতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছিল পুলিশ।
বুধবার আদালতের অনুমতি নিয়েই মহেশতলায় যান শুভেন্দু। এদিকে শুভেন্দুকে অস্বস্তিতে ফেলতে আগাম সেখানে ঘুঁটি সাজিয়েছিল তৃণমূল। জনা কয়েক তৃণমূল কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন , চোর চোর চোরটা। কার্যত শুভেন্দু অধিকারীকে নিশানা করেই স্লোগান দেন তৃণমূল কর্মীরা। সেই সঙ্গেই তারা বলেন, নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছিলেন শুভেন্দু।

তৃণমূলের কটাক্ষের জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, আমি না থাকলে মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না। তিনি তৃণমূলে ছিলেন বলেই মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন বলে দাবি শুভেন্দুর।প্রসঙ্গত মহেশতলায় যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছিল তার কিছুটা অংশ ঘুরে দেখেন শুভেন্দু। সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন শুভেন্দু অধিকারী।