শেফালির মৃত্যুর খবর করায় সংবাদমাধ্যমকে ‘অসংবেদনশীল’ তকমা বরুণের

Spread the love

কাঁটা লাগা এবং বিগ বস ১৩ খ্যাত শেফালি জরিওয়ালা শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪২ বছর বয়সে মারা গেছেন। শনিবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে বন্ধুবান্ধব এবং পরিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিল। গোটা দিন ধরে সেখানে থেকে পাপারাজ্জিরা শেফালির পরিবারের সদস্য ও বন্ধুদের মুখে ক্যামেরা তাক করে রেখে সমালোচনার মুখে পড়েন। এমনকি তাঁর স্বামী পরাগ ত্যাগী গণমাধ্যমের কাছে তাঁকে একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এবার এই ‘অসংবেদনশীল কভারেজ’ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

বরুণ ধাওয়ান শেফালি জরিওয়ালার মৃত্যুর ‘অসংবেদনশীল কভারেজ’-এর নিন্দা করেছেন

বরুণ রবিবার ইনস্টাগ্রামে গিয়ে একজন সেলিব্রিটির মৃত্যু কভার করার সময় পাপারাজ্জিদের সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, ‘আবার, আরও একটি মৃত্যু মিডিয়া দ্বারা অসংবেদনশীলভাবে কভার করা হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন আপনাকে অন্যের দুঃখ কভার করতে হবে। এ নিয়ে সবারই অস্বস্তি লাগছে। এতে কারও কী লাভ হচ্ছে? আর মিডিয়ায় আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ, কেউ এভাবে তাঁর শেষ যাত্রা কভার করতে চায় না।’

পরাগ এবং শেফালির আত্মীয় এবং বন্ধুরা যাঁরা সমবেদনা জানাতে হাসপাতাল বা তাঁদের বাড়িতে গিয়েছিলেন তাদের প্রতিটি মুহুর্ত ক্যামেরাবন্দি করতে দেখা গেছে পাপারাৎজিদের। মেয়ের মৃত্যুর খবর জানতে পেরে শেফালির মায়ের অঝোরে কান্নার একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কুপার হাসপাতালে শেফালির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় পরাগকে তাঁর রেকর্ডিং বন্ধ করার জন্য এবং তাঁর জন্য পথ তৈরি করার জন্য পাপারাজ্জিদের অনুরোধ করতেও দেখা যায়। স্ত্রীর শেষকৃত্যের পর অভিনেতা পরাগ ত্যাগীকে ফের একবার হাতজোড় করে পাপারাজ্জিদের প্রার্থনায় শেফালিকে স্মরণ করার অনুরোধ করতে দেখা যায়। তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি এটাকে নাটকে পরিণত করবেন না। আমার পরীর জন্য দোয়া করবেন। তার শান্তির জন্য প্রার্থনা করুন। দয়া করে এখনই এটি বন্ধ করুন।

শেফালি জারিওয়ালার মৃত্যু প্রসঙ্গে

শুক্রবার রাতে শেফালিকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী পরাগ ত্যাগী। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে শেফালির মৃত্যু হয়েছে বলে জানা গেলেও মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে মুম্বই পুলিশ। ময়নাতদন্তের পর এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মৃত্যুর কারণ ‘গোপন’ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *