শেয়ারে ২০% পতন, ২ দিনে ২৫০০ কোটির লোকসান সেলেবির

Spread the love

তুরস্কের সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তুর্কি সংস্থাটি। এরই সঙ্গে হতাশা প্রকাশ করে বিশিষ্ট ভূ-রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ আইয়ার মিত্রকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে তারা। দেশের ন’টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সামলানোর কাজ করত এই সংস্থা, কিন্তু নিরাপত্তা ছাড়পত্র বাতিলের পর সব কাজ হাতছাড়া হয়ে গিয়েছে।

অভিজিৎ মিত্রকে পাঠানো নোটিশে সেলেবি অভিযোগ করেছে যে তাদের সম্পর্কে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি। নোটিশে আরও বলা হয়েছে, অভিজিৎ মিত্র যে দাবি করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মেয়ে সেলেবির মালিক এবং পাকিস্তানে সরবরাহ করা ড্রোন প্রস্তুতকারী একটি সংস্থার প্রধানের সাথে তাঁর বিয়ে হয়েছিল, সেটি সঠিক নয়।

নোটিশে দাবি করা হয়েছে, সেলেবি বা এর শেয়ারহোল্ডাররা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নন। সংস্থাটি তার দাবিতে বলেছে যে এটি ভারতীয় আইন অনুসারে কাজ করে। সেলেবি বলেছে যে এটি ভারতীয় পেশাদারদের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে। নোটিশে অভিজিৎ আইয়ার মিত্রকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এদিকে অভিজিৎ আইয়ার মিত্র তাঁর আইনজীবী জয় অনন্ত দেহদারাইয়ের মাধ্যমে নোটিশের জবাব দিয়েছেন। তিনি তাঁর উত্তরে বলেছেন যে তাঁর সমস্ত মন্তব্য প্রকাশিত তথ্য এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে করা হয়েছিল। তাই তাঁর মন্তব্যগুলি বাকস্বাধীনতার আওতায় পড়ে। অভিজিৎ আইয়ার মিত্র তাঁর উত্তরের একটি প্রতিলিপিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

এর আগে অপারেশন সিঁদুরের অধীনে যখন ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, তখন পাকিস্তানকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল তুরস্ক। এরপরই কোপ পড়ে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ওপর। উল্লেখ্য, এই সংস্থা ভারতের ৯ বিমান বন্দরে গ্রাউন্ড সার্ভিসের কাজে যুক্ত ছিল। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিন, কান্নুর, চেন্নাই এবং গোয়ায় কাজ করত এই সংস্থা।

প্রসঙ্গত, ৮ ও ৯ মে পাকিস্তান যে ড্রোন দিয়ে ভারতে হামলা করেছে তার মধ্যে বেশ কয়েকটি ড্রোন তুরস্কের। পাকিস্তানকে নিজের ‘ভাই’ সম্বোধন করে তু্রস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারত-পাক সংঘাতের মধ্যে ঢুকে পড়েন। এই পরিস্থিতিতে তুরস্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে ভারত। বাণিজ্যের ক্ষেত্রে তুরস্ককে বয়কট করার পথে হাঁটতে চাইছে ভারত। এই আবহে সিকিউরিটি ক্লিয়ারেন্স হারিয়ে ২ দিনেই ২৫০০ কোটির লোকসান হয়েছে সেলেবির। তাদের শেয়ার ২০% নীচে পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *