শেষ X পোস্টে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থকে স্মরণ করেছিলেন

Spread the love

‘বিগ বস ১৩’ খ্যাত এবং ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে খ্যাত শেফালি জারিওয়ালা আর এই পৃথিবীতে নেই। ২৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথার পর শেফালি মারা যান বলে খবর। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবরে একপ্রকার সকলেই হতবার। শেফালির অনুরাগীরা এখনও তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না। এমন পরিস্থিতিতে শেফালি জারিওয়ালার মৃত্যুর পর তার শেষ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

কী ছিল শেফালির শেষ পোস্ট?

শেফালি জারিওয়ালার শেষ ইনস্টা পোস্টটিই হল তাঁর মৃত্যুর আগে শেফালি শেষ পোস্ট, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে, শেফালি তিন দিন আগে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর সর্বশেষ ফটোশুটের ছবি পোস্ট করেছিলেন। এসব ছবিতে শেফালিকে বরাবরের মতোই খুব সুন্দর ও হাসিখুশি দেখাচ্ছে। ফটোশুটের সময় শেফালী পরেছিলেন ধূসর রঙের শিমারি ড্রেস। প্রতিটি ছবিতেই শেফালির একটি বিশেষ স্টাইল রয়েছে। এসব ছবি দিয়ে ক্যাপশনে শেফালি লিখেছেন- ‘বেবি মেক হ্যাপি’। সেই সঙ্গে তাঁর মৃত্যুর পর এখন এই পোস্ট বেশ ভাইরাল হচ্ছে।

https://twitter.com/shefalijariwala/status/1830507957445877955/photo/1

আবার একই সঙ্গে শেফালির শেষ X পোস্টে বিগ বস ১৩ প্রতিযোগী – সিদ্ধার্থ শুক্লার মৃত্য়ুর পর তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন, যিনিও কিনা একই রকম মর্মান্তিক পরিস্থিতিতে মারা গিয়েছিলেন। বিগ বস ১৩ প্রতিযোগী – সিদ্ধার্থ শুক্লার মৃত্য়ুর পর তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন, যিনিও কিনা একই রকম মর্মান্তিক পরিস্থিতিতে মারা গিয়েছিলেন। যেখানে তাঁকে তাঁর বন্ধু সিদ্ধার্থকে আলিঙ্গন করতে দেখা গিয়েছিলেন, সেই ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘আজ তোমার কথা ভাবছি, শুধু বন্ধু…’। প্রসঙ্গত সিদ্ধার্থ ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন। এদিকে শেফালিরও মৃত্যু হল ৪২ বছরে।শেফালির এসব ছবিতে মন্তব্য করে শেফালির মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনুরাগীরা। প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী গতকাল রাতে তাকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিছু প্রতিবেদনে অভিনেত্রীর মৃত্যুর হিসাবে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর, তবে এই কারণ নিশ্চিত করে তাঁর পরিবার। একই সঙ্গে তদন্তের জন্য এখন শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেনসিক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *