ভ্রাতৃ হারা হলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। ৬৭ বছর বয়সেই চলে গেলেন অভিনেতার ভাই অমিতাভ চক্রবর্তী। তিন দিন আগে এই ঘটনা ঘটে। সকালে ঘুম থেকে ওঠার কয়েক ঘন্টা পরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অমিতাভ পেশায় একজন কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। অনেক নামী সংস্থার সঙ্গে কাজ করেছেন। পরে অবশ্য নিজস্ব সংস্থাও খুলেছিলেন।
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে অমিতাভ স্ত্রীর সঙ্গে গল্প করেন। তিনি জানান আগের রাতে নাকি তাঁর ঘুমও বেশ ভাল হয়েছিল। তবে তাঁদের কথাবার্তার মাঝেই বাড়ির বেল বেজে ওঠে। স্ত্রী দরজা খুলে আগন্তুকের সঙ্গে কথা বলে এসে দেখেন, অমিতাভ বিছানায় শুয়ে, তাঁর চোখ বন্ধ। শুরুতে সেই ভাবে কিছুই বুঝতে পারেননি অমিতাভের স্ত্রী। স্বামী শুয়ে আছেন দেখে তাঁকে ডাকতে থাকেন তিনি, কিন্তু কোনও সাড়া মেলে না। তারপর বুঝতে পারেন তিনি আর নেই।
তবে অভিনেতা এও জানান যে তাঁর ভাইয়ের শারীরিক কোনও সমস্যা সেভাবে ছিল না। তবে মাঝে একবার বুকে সামান্য অস্বস্তি বোধ করায় তাঁরা চিকিৎসকের পরামর্শে ইসিজি করান। তবে ইসিজিতেও কোনও সমস্যা ধরা পড়েনি। তারপর অবশ্য চিকিৎসক ইকো কার্ডিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছিলেন। তবে তা আর করাননি অমিতাভ।

অভিনেতা আনন্দবাজার ডট কমকে ভাইয়ের চলে যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘কত স্মৃতি ওঁর সঙ্গে। ছোটবেলায় অমিতাভকে কোলে নিয়ে কত ঘুরেছি। সেই ভাইয়ের শ্মশানযাত্রা দেখতে হল! মানতে পারছি না। কাউকে বিরক্ত করল না। নিজেও ভুগল না। হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। অমিতাভের মতো মৃত্যু অনেকের কাছেই হয়তো কাম্য। যেন মনে হল, টা-টা করে চলে গেল!’