আচমকা অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা জিতু কমল। ‘এরাও মানুষ’ সিনেমার শ্যুটিং ফ্লোরে আচমকাই অসুস্থ হন তিনি। বুকে ব্যথা অনুভব হওয়ার পাশাপাশি পাশে কাঁপুনি দিয়ে জ্বর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিন্দুমাত্র দেরি না করে বাইপাসের বেসরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। মনে করা হচ্ছে অতিরিক্ত কাজের চাপ নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
সম্প্রতি নিজের আগামী ছবির কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেতা। সাই প্রকাশ লাহিড়ী পরিচালিত এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার কথা জিতু কমলের। কিন্তু আচমকাই অভিনেতার এই অসুস্থতার কথা জানাজানি হওয়ায় ভীষণ উদ্বিগ্ন ভক্তরা।
চলতি বছরের প্রথম থেকেই বেশ ভালই কাটছে জিতুর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে ‘গৃহপ্রবেশ’ ছবিতে জিতুর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল সকলের। এই ছবিটি যেন অভিনেতাকে একটি আলাদা পরিচয় দিয়েছে।
বড় পর্দার পাশাপাশি এই বছরেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি, যায় ফলে মানুষের আরও বেশি কাছাকাছি পৌঁছে গিয়েছে ‘গৃহপ্রবেশ’। এছাড়া জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে এখন সকলের ঘরের ছেলে জিতু।

সহকর্মীর সঙ্গে সমস্যা হোক অথবা অন্য কোনও মতবিরোধ, সব সময় ঠান্ডা মাথায় সবকিছু সামাল দিয়েছেন জিতু, যার ফলে তিনি এখন সকলের প্রিয় ‘অডিয়েন্স স্টার’। খুব স্বাভাবিকভাবেই জিতুর অসুস্থতার খবর ছড়াতেই মুষড়ে পড়েছেন সকলে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি যেন আবার নিজের কাজে ফিরে যান সেই কামনাই করেছেন ভক্তরা।