শ্রেয়াকে বিয়ের প্রস্তাব দিতে গোয়ায় কোন কাণ্ড করে শিলাদিত্য?

Spread the love

ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন শ্রেয়া ঘোষাল। প্রায় বছর দশেক প্রেম করার পর, দুজনে বাঁধেন গাঁটছড়া। পেশায় ইঞ্জিনিয়র হলেও, বেশ রোম্যান্টিক মেজাজের মানুষ শিলাদিত্য। এমনকী, প্রেমিকা শ্রেয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন বেশ নাটকীয়ভাবে। চলুন জেনে নেওয়া যাক সেই গল্প।

শ্রেয়া এবং শিলাদিত্য এক বন্ধুর বিয়ের জন্য গোয়ায় গিয়েছিলেন। আর শ্রেয়া জানতেনও না, সেখানে গিয়ে তাঁর সঙ্গে ঠিক কী হতে চলেছে। জুমের চ্যাট শো ইয়ার মেরা সুপারস্টার ২-তে শ্রেয়া সেই বিশেষ দিনের স্মৃতিচারণ করে বলেছিলেন, ‘আমার মনে আছে, আংটির বাক্সটা বের করার জন্য ও বলেছিল, ‘কাঠবিড়ালি’। আমি বোকার মতো খুঁজছিলাম, ‘কাঠবিড়ালি কোথায়’!’ আর শ্রেয়া যখন কাঠবিড়ালি খুঁজতে ব্যস্ত, ঠিক সেইসময়ই আংটি সামনে ধরেন শিলাদিত্য।

‘এটা খুব সুন্দর আর মজার একটা মুহূর্ত ছিল’, বলেছিলেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, গান গেয়ে কি কখনো প্রেম জাহির করেছেন শিলাদিত্য? তাতে গায়িকা বউয়ের জবাব, ‘ও ঠিকঠাকই গান গায়। তবে আমি তাকে গান গাইতে দিই না।’শ্রেয়া এবং শিলাদিত্য ২০১৫ সালে হিন্দু বাঙালি বিয়ের সব রীতিনীতি মেনে গাঁটছড়া বেঁধেছিলেন। এবং এই বিয়ের টেরটুকুও পেতে দেননি তাঁরা কাউকে। একেবারে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন শ্রেয়া।

চলতি বছরে, বিয়ের ১০ বছর পূর্তিতে শ্রেয়া মিষ্টি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমাদের নিজেদেরকেই ১০ম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই। এখনও এই দিনটি এলে মনে হয় যেন গতকালই ঘটেছে। আমরা আমাদের জীবনে একে অপরকে পেয়ে আমরা অনেক ধন্য।’

সঙ্গে শ্রেয়া আরও জুড়েছিলেন, ‘আমাদের এই যাত্রায় আমরা একটু একটু করে বড় হয়েছি। তবে এই যাত্রায় আমরা বিভিন্নভাবে একে অপরের প্রেমেও পড়েছি। আর তাই হয়ত ঈশ্বর আমাদের আরও বড় আশীর্বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে হল আমাদের ছেলে দেবয়ান। আমাদের যা কিছু আছে তাঁর জন্য, শুধুই কৃতজ্ঞতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *