সংঘর্ষবিরতির পর ইজরায়েলকে কেন ‘বকুনি’ দিলেন ট্রাম্প?

Spread the love

মঙ্গলবার দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছেন ট্রাম্প। কিন্তু তার পরেও প্রচ্ছন্ন হুঙ্কার দিয়ে যাচ্ছে দুই দেশ। সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান মিসাইল দিয়ে হামলা করেছে বলে জানিয়েছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে ইজরায়েলও হুঁশিয়ারি দেয় সংঘর্ষবিরতি শেষ হতে চলেছে। তাঁরা প্রতিআক্রমণ করবে। তবে এবার ফের ট্রাম্প ‘বকুনি’ দিলেন ইজরায়েলকে। নেতানিয়াহুকে ফোন করে এইদিন ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন না করার কথা বলেছেন ট্রাম্প।

সোশাল মিডিয়ায় পোস্ট

ট্রুথ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে ডোনাগ ট্রাম্প জানিয়েছেন, ‘সব (ইজরায়েলের) পাইলটদের ঘরে ফিরে আসতে হবে। কেউ আর আহত হবে না। সংঘর্ষবিরতি চলবে।’ এর পর দুই পক্ষকে ধন্যবাদ জানান ডোনাড ট্রাম্প।

কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনেও এই দিন নিজের উষ্মা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, ‘দুটো দেশ বহুদিন ধরেই লড়াই করে চলেছে। ওরা কী আদৌ জানে ওরা কী করছে?’ ট্রাম্প এদিন বলেন, ইরান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ঠিকই। কিন্তু ইজরায়েলও লঙ্ঘন করেছে একই সঙ্গে। ইজরায়েলের সঙ্গে কথা বলার পর পরই নাকি ইজরায়েল বোমা ফেলে ইরানে। এমন ঘটনা নাকি আগে কখনও দেখেননি মার্কিন প্রেসিডেন্ট।

অসন্তুষ্ট ট্রাম্প

ট্রাম্পের কথায়, ‘আমি ওদের কারও পদক্ষেপেই খুশি নই। ইরানের ক্ষেত্রেও নই। আজ সকালে ইসরায়েল যদি সত্যিই হামলা করে থাকে, তাহলে আমি সত্যিই অসন্তুষ্ট। আমাকে ইসরায়েলকে শান্ত করতে হবে।’

মুখ খুলেছে ইজরায়েলও

প্রসঙ্গত, ট্রাম্পের ফোনের ব্যাপারে এই দিন মুখ খুলেছে ইজরায়েলও। ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের পর ইজরায়েল ইরানে আর কোনও হামলা করেনি। এমন কথাই জানিয়েছে নেতানিয়াহুর দফতর। এই সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করেছে ইজরায়েল।

মার্কিন হামলার পরেই

প্রসঙ্গত, তেহরানের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই ট্রাম্প সংঘর্ষবিরতি ঘোষণা করেন। তিনি জানান ইজরায়েল ও ইরান সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু তার পরেও দুই পক্ষের তরফেই একাধিক হামলার খবর আসে। সেই প্রসঙ্গেই ফের মুখ খুললেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *