সন্তানদের মুগ্ধ করতেই মেট গালায় অংশ নিয়েছেন! দাবি শাহরুখের

Spread the love

৫৯ বছর বয়সে এসে মেট গালায় ডেবিউ সারলেন শাহরুখ খান(Shahrukh Khan)। ২০২৫ এ মেট গালায় নিজের সোয়্যাগে মাতালেন নিউ ইয়র্কের এই ফ্যাশন শো। তাক লাগালেন তাঁর রাজকীয় রূপে। কিন্তু একি! প্রথমবার মেট গালায় অংশ নিয়েই জানিয়ে দিলেন এটাই হয়তো শেষ! কেন?

মেট গালায় নিজের আলাপ করালেন শাহরুখ

৫ মে নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে মেট গালায় ডেবিউ করলেন শাহরুখ। সব্যসাচী মুখপাধায়ের ডিজাইন করা কালো স্যুটে নিজের চার্ম এবং সিগনেচার স্টাইলে রেড কার্পেট কাঁপালেন। এদিন এই অনুষ্ঠানে এসেই শাহরুখ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শাহরুখ।’ সঙ্গে দেন তাঁর সেই জনপ্রিয় হাসি। একই সঙ্গে তিনি এদিন সেখানে জানান তাঁর এই লুক তৈরি করে দিয়েছেন ভারতীয় ফ্যাশন ম্যায়েস্ট্রো সব্যসাচী।

মেট গালায় আর কী বললেন শাহরুখ?

এদিন শাহরুখ খান আরও জানান তিনি মেট গালায় অংশ নিয়েছেন তাঁর সন্তানদের জন্য। কিং খানের কথায়, ‘আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্য বুদ্ধি দিল তখন ওরা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না সেটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল তোমায় ওখানে দারুণ লাগবে।’

তিনি এদিন আরও বলেন ‘এটাই হয়তো আমার শেষ মেট গালা।’

প্রসঙ্গত এবারের মেট গালার থিম সুপারফাইন: টেলোরিং ব্ল্যাক স্টাইল। এদিন শাহরুখ মাটি ছোঁয়া একটি কোট পরেছিলেন যেটা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি। সঙ্গে রয়েছে জাপানিজ হর্নের বোতাম। সঙ্গে পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল কোমর বন্ধনী। শাহরুখের গায়ে এদিন একাধিক গয়না দেখা যায়। ছিল সোনা, হীরে, নীলা, ইত্যাদি। তবে এদিন শাহরুখের কাঁধে কোনও প্যাড বা ঝুলন্ত কাপড় দেখা যায়নি। এই বিষয়ে কিং খান জানিয়েছেন ‘আমি শোল্ডার প্যাড পরতে চাই না ওতে আমায় এরোপ্লেনের মতো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *