চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডের দিন সন্তান আসার কথা ঘোষণা করেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। বিয়ের বছর ঘোরার কিছু মাসের মধ্যেই সংসারে নতুন সদস্য আসার কথা জানান তাঁরা। সম্প্রতি মাতৃত্ব থেকে ফ্যমিলি প্ল্যানিং সবটা নিয়ে কী বললেন পিয়া চক্রবর্তী?
কী ঘটেছে?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিয়া চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি আসলে মাতৃত্ব নিয়ে সেরম ভাবে ভাবিনি। এটা মানুষ থেকে মানুষের মধ্যে নির্ভর করে। আমার অনেক সমসাময়িক, বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি যে তাঁরা চান যে সন্তান চাই জীবনে। আর যাই হোক না হোক এতে আপস করব না। তো সেরকম ভাবে আমি কিন্তু বলব না আমার মধ্যে সেটা চিরকাল ওরম ভাবে ছিল যে মা না হলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। মা হওয়ার ভাবনা অনেক পরে এসেছে। আবার এরমও কখনও ভাবিনি যে কখনও মা হবোই না।’
কেন এই সময়টাকেই মা হওয়ার জন্য বেছে নিলেন? বিষয়ে পিয়ার মত, ‘যত বয়স হয়েছে, যত বুঝেছি চারপাশটা, যত মানসিক ভাবে ম্যাচিওর হয়েছি, নিজেকে চিনতে শিখেছি তত মনে হয়েছে হয়তো মা হবো। কিন্তু যেদিন আমি নিজে ভিতর থেকে বুঝব যে আমি তৈরি আমি সেদিন মা হওয়ার কথা ভাবব। আমি নিজে তৈরি কিনা সেটাকে প্রাধান্য দিয়েছি। কিন্তু চাপ যে নেই সেটা বলব না। ওটা আছে। ওটা থাকে।’ তিনি এদিন আরও বলেন, ‘আমি ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করি। মা হতেই হবে এটা সামাজিক নির্মাণ। মাতৃত্বকে খুব গ্লোরিফাই করা হয়। মাতৃত্ব অনেক বড় দায়িত্ব, অনেক কিছু তার সঙ্গে জড়িত। কিন্তু মা যদি কেউ না হতে চায় সেটাকেও একই ভাবে উদযাপন বা গ্লোরিফাই করা উচিত। দুটোই খুব স্বাভাবিক পছন্দ হতে পারে।’

পিয়া জানান তিনি মনে করেছেন অল্প বয়সে মা হলে আফসোস করতে হতে পারে। তাই যখন তিনি মানসিক ভাবে প্রস্তুত হয়েছেন তখনই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।