সন্ত্রাসের ক্ষেত্রে যারা ভুক্তোভোগী আর যারা অপরাধী তাদের সমান করে দেওয়া ঠিক নয়, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পর আমেরিকার বুকে দাঁড়িয়ে সাফ ভাষায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর একথা স্পষ্ট করে দিলেন। কোয়াড সম্পর্কিত বিদেশমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে গিয়ে একথা তুলে ধরেন জয়শংকর। যখন মঞ্চে তিনি একথা বলছেন, তখন তাঁর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন আমেরিকার ট্রাম্প প্রশাসনের বিদেশ সচিব মার্কো রুবিও। আর রুবিওর উপস্থিতিতেই সন্ত্রাস নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে দেন জয়শংকর।
পহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপরই উত্তেজনা চরমে ওঠে। ভারতের সন্ত্রাস সংহারে নাস্তানাবুদ হয় পাকিস্তান। এরপর আসে দুই পক্ষের সংঘর্ষ বিরতির বার্তা। যে সংঘর্ষ বিরতি নিয়ে বহুবার তাঁর নিজের ভূমিকা নিয়ে বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন পাকিস্তানের সেনাপ্রধান মুনির, যা ভারত-পাক কূটনৈতিক দিক থেকে তাৎপর্যবাহী। এরপর সদ্য মার্কিন মুলুকে পা রেখেই বিদেশমন্ত্রী দিলেন কূটনীতির আঙিনায় বেশ কিছু উল্লেখযোগ্য বার্তা।
জয়শংকর বলেন,’ আমরা সকলেই (কোয়াড ভূক্ত দেশ) একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এলাকা) নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে, আমাদের প্রচেষ্টা হল, একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রচারে নিবেদিতপ্রাণ থাকা। উন্নয়ন এবং নিরাপত্তার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইন্দো-প্যাসিফিকের দেশগুলির পছন্দের স্বাধীনতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এরপরই তাঁর বক্তব্যে উঠে আসে সন্ত্রাস প্রসঙ্গ। পাকিস্তানের নাম না করে জয়শংকর শুরুতেই বলেন,’কিছু কথা সন্ত্রাস নিয়ে।’ এর সঙ্গে তিনি বলেন,’ বিশ্বকে অবশ্যই জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে। ভুক্তভোগী এবং অপরাধীদের কখনওই সমানভাবে বিবেচনা করা উচিত নয়।’ স্পষ্ট ভাষায় ট্রাম্প প্রশাসনের বিদেশ সচিব মার্কো রুবিওর উপস্থিতিতে জয়শংকর বলেন,’সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে এবং আমরা সেই অধিকার প্রয়োগ করব। আমরা আশা করি আমাদের কোয়াড অংশীদাররা তা বুঝতে পারবে এবং উপলব্ধি করবে।’
জয়শংকর আরও বলেন,’ ভারত পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। এটিকে কীভাবে ফলপ্রসূ করা যায় সে সম্পর্কে আমাদের কিছু প্রস্তাব আছে। আমি নিশ্চিত আমাদের অংশীদাররাও তাই করবেন। আমরা আলোচনা করব, এবং আমি নিশ্চিত যে আমরা একমত হব।”