সন্দীপের ছবিতে ফিরলেন এই বলি নায়িকা

Spread the love

বলিউড অভিনেত্রী সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা আসতে চলেছেন। ভারতের অন্যতম সফল পরিচালক ভাঙ্গা। হাতে গোণা কয়েকটি ছবি বানালেও, তার সব কটিই হিট। রণবীর-শাহিদের পর, এবার ভাঙ্গার ছবির হিরো হলেন প্রভাষ। কিন্তু হিরোইন?

শোনা যাচ্ছে যে, প্রভাসকে রোম্যান্স করবেন দীপিকা পাড়ুকোন। এর আগে কল্কি ২৮৯৮ এডি সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন প্রভাস ও দীপিকা। গত বছরের শেষের দিকেই আসলে সন্দীপ ভাঙ্গার ছবি স্পিরিটের শুটিং শুরু হওয়ার কথা ছিল। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবিটি প্রত্যাখ্যান করেন দীপিকা। তারপর আরও নানা কারণে সিনেমাটিও যায় পিছিয়ে। আর এখন ফের একবার অফার গেলে, আর ফেরাননি রণবীর-পত্নী।

পিঙ্কভিলা ছবির প্রতিবেদন অনুসারে, ‘গত বছর ২০২৪ সালের শেষের দিকে স্পিরিটের শুটিং শুরু হওয়ার কথা ছিল, তাই দীপিকা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন, সেই সময় তার গর্ভাবস্থার কারণে, তারিখগুলি মেলাতে পারেননি। তাই দীপিকা ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। তবে, শিডিউলের বিলম্বের কারণে, ভাঙ্গা শুটিংয়ের পরিবর্তিত টাইমলাইন নিয়ে ফের দীপিকার কাছে গিয়েছিলেন এবং অভিনেত্রী এখন ভাঙ্গার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন।’

ছবিটির ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, ছবিতে দীপিকাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রথমবারের মতো সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে, উৎসাহে টগবগ করছেন দীপিকাও।

স্পিরিটের শুটিং ২০২৫ সালের অক্টোবরে শুরু হবে এবং ২০২৭ সালের প্রথম দিকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এই ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা যাবে প্রভাসকে। এর আগে ২৮৯৮ খ্রিস্টাব্দের কল্কি ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *