‘সবকিছু’ শেষ হওয়ার আগেই চুক্তি করুন

Spread the love

ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় আরও নৃশংম হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, তেহরানকে আমি ‘একের পর এক সুযোগ দিয়েছি’।

আগামী রোববার (১৫ জুন) মাস্কাটে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের ষষ্ঠ দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি তাদের কঠোর ভাষায় বলেছি, চুক্তিটা করতে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, যতই পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি আসুক না কেন, তারা তা সম্পন্ন করতে পারেনি।’

তিনি বলেন, ‘এরইমধ্যে বহু মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, এই হত্যাকাণ্ডের অবসান ঘটানোর জন্য এখনও সময় আছে, পরবর্তীতে পরিকল্পিত হামলায় সবকিছু শেষ হয়ে যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সবকিছু হারানোর আগে ইরানকে একটি চুক্তি করার আহ্বান জানাই। একসময় ইরানি সাম্রাজ্য নামে পরিচিত দেশটিকে রক্ষা করতে হবে। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়, শুধু চুক্তিটা করতে হবে, খুব দেরি হওয়ার আগেই।’

এর আগে ইরানে ইসরাইলি বাহিনীর হামলা সম্পর্কে ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইলের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন সেনাবাহিনী এই অভিযানে কোনো ভূমিকা পালন করেনি।

এছাড়া ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ফক্স নিউজকে বলেন, ‘ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না এবং আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি।’

ট্রাম্প আরও বলেন, নেতৃত্বে (ইরানে) এমন অনেক ব্যক্তি আছেন যারা আর ফিরে আসবেন না। আমেরিকা নিশ্চিত করেছে যে হামলায় (ইসরাইলি) একাধিক ইরানি নেতা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *