সবচেয়ে বড় বসতি সম্প্রসারণের ঘোষণা ইসরাইলের

Spread the love

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বড় পরিসরে বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে দখলদার ইসরাইল। কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় বসতি সম্প্রসারণ বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি মন্ত্রীরা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। 

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানান, এসব বসতির মধ্যে অনেকগুলো আগে থেকেই সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছিল। এখন সেগুলোকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ইসরাইলের আইনের আওতায় আনা হচ্ছে।

পশ্চিম তীরে নির্মিত বসতিগুলোর বিষয়টি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে বিবেচিত। তবে ইসরাইল এই দাবিকে প্রত্যাখ্যান করে। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বিবাদপূর্ণ ইস্যুগুলোর একটি বসতি স্থাপন।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ জানান, নতুন বসতি তৈরি করার সিদ্ধান্তের মাধ্যমে তারা ফিলিস্তিনি একটি স্বাধীন দেশ গঠনের সুযোগ বন্ধ করে দিচ্ছে। কারণ ফিলিস্তিনি একটি স্বাধীন দেশ গড়ে উঠলে তার কারণে ইসরাইলের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

অপরদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে খুবই উদ্বেগজনক ও বিপজ্জনক হিসেবে দেখছে। তারা মনে করে, এটা দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং শান্তিপূর্ণ সমাধানের পথ আরও দূরে সরিয়ে দেয়।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে প্রায় ১৬০টি বসতি তৈরি করেছে ইসরাইল।  যেখানে প্রায় সাত লাখ ইহুদির বসবাস। ফিলিস্তিনিরা এই জমিগুলোকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *