‘সবাই যোগ্য, একজনই অযোগ্য!’

Spread the love

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সবাই যোগ্য, একজনই অযোগ্য তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

শুভেন্দু বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি, এসএসসিতেও শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী যোগ্য, অযোগ্য ছিল আছে। এখানেও যোগ্য অযোগ্য আছে। আমাদের বক্তব্য রাজ্য সরকার অযোগ্যদের তালিকা কোর্টে দিচ্ছে না বলে ২৬ হাজারের চাকরি গেছে। যদি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের জাজমেন্ট মানত তবে ৭ হাজারের চাকরি যেত। ১৯ হাজারকে রাস্তায় বসতে হত না।

শুভেন্দু বলেন, প্রাইমারিতেও তাই, পরীক্ষায় দিয়ে পাশ করা অনেক শিক্ষক আছেন। সাদা খাতাতে টাকার বিনিময়ে কয়েক হাজার নিয়োগ আছে। আমরা বার বার বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না। কারণ তিনি চুরি করেছেন আর ধরা পড়েছেন। তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভা ভোট। কোনও যোগ্য অযোগ্য বাছতে হবে না। একটাই অযোগ্য তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই অযোগ্য মহিলাকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে বাতিল করে দেন নির্বাচনে। সবাই যোগ্য, একটাই অযোগ্য মমতা ব্যানার্জি। 

শুভেন্দু বলেন, নির্বাচন আসছে। আবার মমতা ব্যানার্জি কাঁদছেন। বিরোধী নেত্রীর মতো কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *