সমকামী পুরুষকে বিয়ে করার বিধান নীনাকে

Spread the love

নীনা গুপ্তা বরাবরই তাঁর অভিনয়ের পাশাপাশি সাহসী পদক্ষেপ সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থেকেছেন। জানেন কি কেবল বিয়ে করার আগে মা হওয়া নয়, নীনা গুপ্তা পেয়েছিলেন এক সমকামী ব্যক্তিকে বিয়ে করার বুদ্ধিও? কিন্তু কেন?কী ঘটেছে?

নীনা গুপ্তা তাঁর জীবনের এই অধ্যায়ের কথা তাঁর আত্মজীবনী সচ কহু তো-তে লিখেছেন। জানিয়েছেন ৮০ দশকের সময় কেবল তিনি অবিবাহিত হওয়া সত্ত্বেও সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্তের কারণে সেই সময় তাঁকে নানা কথার সম্মুখীন হতে হয়। নানা কটূ কথা, কটাক্ষ হজম করতে হয়। সেই সময় দাঁড়িয়ে সমাজের কাছে বিষয়টা একেবারেই গ্রহণযোগ্য ছিল না। আর সেই জন্যই যাতে নীনার সম্মানহানি না হয়, মানুষের বাঁকা কথা এড়াতে পারেন তাই তাঁকে তাঁর এক বন্ধু তড়িঘড়ি বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন।

শুধু তাই নয়, এই বিষয়ে আত্মজীবনীতে নীনা জানিয়েছেন তাঁর বন্ধু সুজয় মিত্র তাঁকে বুদ্ধ দেন এক সমকামী ব্যক্তিকে বিয়ে করার। সিঙ্গল মাদার বা বিয়ের আগেই মা হয়ে লাঞ্ছনা সহ্য করার থেকে সেই সমকামী ব্যবসায়ীকে বিয়ে করতে বলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন নীনা।

তাঁর কথায়, ‘কেবল বিতর্ক এড়াব বলে বিয়ে করতে চাইনি। নিজেকে ফাঁকি দেব না ঠিক করে নিয়েছিলাম সে যতই কঠিন প্রশ্নের, কথার মুখোমুখি হই।’

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, নীনা গুপ্তা এবং ভিভ রিচার্ডসের প্রেমের কথা সকলেরই জানা। তাঁরা নিজেরাও নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি। তাঁদের এই প্রেম পর্বের সময়ই গর্ভবতী হন নীনা। না, তখনও তাঁরা বিবাহিত ছিলেন না। ১৯৮৯ সালে নীনা গুপ্তা জানতে পারেন তিনি মা হতে চলেছেন। আর সেই খবর, অনুভূতি জেনেই আনন্দ, উচ্ছ্বাসে ভাসেন তিনি। একই সঙ্গে তিনি জানতেন এই সফরটা তাঁর জন্য মোটেই সুখকর হবে না। সিঙ্গল মা হিসেবে সেই সময় সন্তানের জন্ম দেওয়া বেশ কঠিন ব্যাপার ছিল সমাজের চোখ, তার উপর তিনি তখন অবিবাহিত ছিলেন। কিন্তু এই কঠিন সময় তাঁর পাশে প্রেমিক ভিভ রিচার্ডস ছিলেন। পরবর্তীতে তিনি বিয়ে করেন বিবেক মেহরাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *