সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে তুরস্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী

Spread the love

ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার সময় পাকিস্তানের মিত্রদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চার দেশ সফরের প্রথম পর্যায়ে ২৫ মে সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রোববারই শেহবাজের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তুর্কি প্রেসিডেন্টের মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ফাহরেত্তিন আলতুন সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, বৈঠকে (এরদোয়ান-শেহবাজ) দ্বিপাক্ষিক সম্পর্ক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 

দুই নেতা তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা, অর্থনীতি, পর্যটন এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন।

তুরস্কের পাশাপাশি আজারবাইজান, ইরান এবং তাজিকিস্তানও সফর করবেন শেহবাজ শরিফ। এই বহুজাতিক সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *