সম্ভলের শাহি জামা মসজিদের সমীক্ষার নির্দেশ বহাল HC তে

Spread the love

উত্তরপ্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদ সমীক্ষায় নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। সোমবার মসজিদ কমিটির সমীক্ষা না করার আবেদন খারিজ করে আদালত বলেছে, নিম্ন আদালতের নির্দেশে তাদের কোনও সমস্যা নেই।গত বছর ১৯ নভেম্বর নিম্ন আদালতে একটি মামলায় দাবি করা হয়, শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক মসজিদ সমীক্ষার নির্দেশ দেন। গত বছরের ২৪ নভেম্বর সরকারি আধিকারিকরা সমীক্ষার কাজে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। যার জেরে ৪ জনের মৃত্যু হয়। এরপরেই নিম্ন আদালতের নির্দেশ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিল সম্ভল শাহি জামা মসজিদ কমিটি। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি রোহিত রঞ্জন অগরওয়ালের সিঙ্গল বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রেখেছে। এর আগে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল মসজিদ কমিটি এবং আইজীবী হরিশংকর জৈন এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই)-এর আইনজীবীর বক্তব্য শোনার পর রায় সংরক্ষণ করেছিলেন। অবশেষে সোমবার তিনি রায় দিলেন।

শুনানিতে হিন্দুপক্ষ নিজেদের দাবি থেকে নড়েনি। আইজীবী হরিশংকর জৈন দাবি করেন, ১৫২৬ সালে হরিহর মন্দিরের একাংশ ভেঙে মসজিদটি তৈরি হয়েছিল। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) আদালতে জানিয়েছে, মসজিদটিকে কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে মনোনীত করা হয়েছে, যাকে জনসাধারণের উপাসনার স্থান হিসেবে চিহ্নিত করা যায় না। কারণ এই ধরনের দাবির পক্ষে কোনও সমর্থনকারী রেকর্ড নেই।অন্যদিকে, শাহি জামা মসজিদ কমিটি আবেদনে জানায়, তাড়াহুড়ে করে আগাম নোটিস ছাড়াই সমীক্ষার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এছাড়াও ইতিমধ্যে দুবার মসজিদ সমীক্ষা হয়েছে।কিন্তু হাইকোর্ট সেই আবেদনে কর্ণপাত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *