সরকারি টাকা ফেরত দিলেন শাকিব খান

Spread the love

চাপের মুখে পড়ে খানিকটা বাধ্য হয়েই সরকারি টাকা ফেরত দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। দীর্ঘ সময় সরকারি টাকা নিজের কাছে আটকে রেখেছিলেন তিনি।জানা যায়, ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমা শুরু করার জন্য ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক শাকিব গ্রহণ করেন ২০২২ সালের ২১ আগস্ট। কিন্তু টাকা নেয়ার পর তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করেননি তিনি।

এ প্রসঙ্গে মাহবুবা ফারজানা বলেন, অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু সময় পেরিয়ে গেলেও শাকিব সিনেমার কাজ শুরু করেননি আবার সময় বাড়ানোর জন্য কোনো আবেদনও করেননি।

দীর্ঘ সময় অনুদানের টাকা নিজের কাছে রাখায় ও সিনেমার কাজ শুরু না করায় গত ১২ মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়। চিঠির মাধ্যমে জানানো হয়, নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরই তিনি টাকা ফেরত দেন।

‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরির। কিন্তু এ সিনেমায় কাজ করতে শেষ পর্যন্ত রাজি হননি অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *