সরকারি স্বীকৃতি পাচ্ছেন ইলেকট্রিকের কাজ জানা বেকার যুবক-যুবতীরা

Spread the love

রাজ্যের গ্রাম থেকে শহর যাঁরা এতদিন ইলেকট্রিকের কাজ শিখে নিঃশব্দে মানুষের দরজায় দরজায় পরিষেবা দিয়ে গিয়েছেন, এবার তাঁদের কাজকে স্বীকৃতি দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যাঁদের হাতে কোনও লাইসেন্স নেই, অথচ অভিজ্ঞতা রয়েছে তাঁদের জন্য শুরু হয়েছে সরকারি প্রশিক্ষণ ও লাইসেন্স দেওয়ার প্রকল্প।

এই প্রকল্পের অধীনে পাঁচদিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর, বিদ্যুৎ দফতরের সহায়তায়। প্রশিক্ষণ দেওয়া হবে ২৩টি জেলার সরকারি আইটিআই কলেজে, একেবারে বিনামূল্যে। প্রশিক্ষণ শেষ হলে মিলবে সরকারি শংসাপত্র। আর সেই শংসাপত্র দিয়েই মিলবে ইলেকট্রিক্যাল ওয়ার্কমেন্স পারমিট, যা দেখিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন তাঁরা। প্রকল্পটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার। ছাতনা আইটিআই কলেজের অধ্যক্ষ জহরলাল মুর্মু জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হল অভিজ্ঞ ইলেকট্রিক কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের কাজে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া। আবেদন চলছে। আবেদনকারীর সংখ্যা বুঝে প্রশিক্ষণের স্থান নির্ধারিত হবে।

দফতর সূত্রে খবর, বহু মানুষ গ্রামে-গঞ্জে বিদ্যুতের কাজ করেন, কিন্তু তাঁদের কোনও লাইসেন্স নেই। তাঁরা মূলত অন্যের কাছে শিখে কাজ শুরু করেছেন। এখন রাজ্য সরকার সেই অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে, যাতে তাঁরা প্রশিক্ষণ নিয়ে পেশাগতভাবে আরও প্রতিষ্ঠিত হতে পারেন। আবেদন করা যাবে অনলাইনে www.tathyasathi.bangla.gov.in ওয়েবসাইটে। এখানে শংসাপত্র আপলোড করে পারমিটের জন্য আবেদন জানানো যাবে। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা সরাসরি https://scvtwb.in/wiringtechnicians ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া শুরু হয়েছে ১১ জুন থেকে।

এই প্রকল্প নিয়ে খুশি ইলেকট্রিক মিস্ত্রিরা। তাঁদের কথায়, অনেকদিন ধরেই যারা এই কাজ করছেন তাঁদের লাইসেন্স না থাকায় কিছু ক্ষেত্রে অসুবিধা হতো। এখন সরকার যদি প্রশিক্ষণ ও লাইসেন্স দেয়, তাহলে তাঁরা খুবই উপকৃত হবেন। কাজের মানও বাড়বে।রাজ্য সরকারের এই পদক্ষেপে অভিজ্ঞ অথচ লাইসেন্সবিহীন ইলেকট্রিক কর্মীদের একটা স্থায়ী পরিচয় ও নিরাপত্তা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *