আচমকা রাস্তা ঘাটে ট্রেনে বাসে কোভিড নিয়ে আলোচনা চলছে। নানা জনে নানা কথা বলছেন। কলকাতার পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতেও এনিয়ে নানা চর্চা। তবে কোভিড নিয়ে বাস্তবে ঠিক কী ধরনের পরিস্থিতি রয়েছে? কোভিড পরিস্থিতি কতটা উদ্বেগের?গোটা বিষয়টি জানিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী রেখা শর্মা।
দিল্লির মুখ্য়মন্ত্রী রেখা শর্মা জানিয়েছেন, কোন ধরনের অ্য়ালার্মিং সিচুয়েশন বা এমার্জেন্সি নেই। কোভিড যেমন ধরনের আমরা আগে দেখেছিলাম, এখন সর্দি কাশি যেমন হয় তেমনই একটা হচ্ছে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালগুলি সজাগ রয়েছে।
এমন কোনও ভাইরাস নয় যে যার জন্য দুশ্চিন্তা বা ঘাবড়়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। পরিস্কার জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দেশের বিভিন্ন রাজ্যেই এনিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে। আসলে কোভিডের ভয়াবহতা দেখেছে এই পৃথিবী। গোটা পৃথিবীকে কার্যত স্তব্ধ করে দিয়েছিল এই কোভিড। দিনের পর দিন ধরে হয়েছে লকডাউন। ঘরবন্দি জীবন। মাস্ক পরা বাধ্য়তামূলক হয়ে গিয়েছিল। তবে সেই পরিস্থিতি আর নেই বর্তমানে।
করোনাকে ঘিরে চিন্তা যে একেবারে নেই তেমনটা নয়। তবে দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালেগুলিকে সজাগ করা হয়েছে। তবে দিল্লির মুখ্য়মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন কোথাও কোনও আপৎকালীন পরিস্থিতি বা উদ্বেগের পরিস্থিতি নেই।