সর্বদলীয় প্রতিনিধিদল থেকে ইউসুফ পাঠানের নাম তুলে নিল TMC

Spread the love

ভারতে পাক সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলকে অবগত করতে কেন্দ্রের গঠিত প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করল তৃণমূল কংগ্রেস। বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য যে ৭টি প্রতিনিধিদল গঠন করা হয়েছে তার একটির সদস্য করা হয়েছিল বহরমপুরের নবনির্বাচিত সাংসদকে। রবিবার তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়েছে, ওই প্রতিনিধিদলে থাকবে না তৃণমূলের কোনও সদস্য।

গত শনিবার জানা যায়, কেন্দ্রের গঠিত ৭টি প্রতিনিধিদলের মধ্যে ১টিতে রয়েছে ইউসুফ পাঠানের নাম। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ইউসুফকে ফোন করে তাঁর পাসপোর্টের বিস্তারিত জানেন। সাংসদকে জানান সফরসূচি। কিন্তু রবিবার তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, ওই প্রতিনিধিদলে থাকবে না তৃণমূলের কোনও সদস্য।

সোমবার এই নিয়ে মুখ খুলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোন দল থেকে কে প্রতিনিধি হবেন সেটা বিজেপি ঠিক করতে পারে না। তৃণমূলের প্রতিনিধি কে হবেন সেটা তৃণমূলই ঠিক করবে। দেশের স্বার্থের থেকে রাজনীতি কখনও বড় হতে পারে না। কিন্তু বিজেপি তাদের মত বিরোধী দলগুলির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, ‘দেশ সবার আগে। আমাদের মহান রাষ্ট্রকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে তৃণমূল তার সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের গর্বিত করেছে। সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বিদেশনীতি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। তাই বিদেশনীতি নিয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে দিন, ও তারাই এর সম্পূর্ণ দায় নিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *