সলমনকে ‘মেরুদণ্ডহীন’ বলে নেটপাড়ার প্রশ্ন

Spread the love

গত ২২ এপ্রিল, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান প্রায় ২৬ জন। এই ঘটনার ঠিক ১৫ দিন পর অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারত। প্রায় ২৫ মিনিট ধরে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। প্রায় তিন দিন ধরে চলা এই সংঘর্ষ ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে বন্ধ হলেও শনিবার রাতে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। যদিও আবার রাতের পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

এদিকে এবিষয়ে বলিউড ও টিভি তারকাদের অনেকেই এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে শুধু তাই নয়, পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকেই। চুপ ছিলেন অনেক তারকা। এমন পরিস্থিতিতে নিজের একটি পোস্ট ডিলিট করে তোপের মুখে পড়েন সলমন খান।

প্রসঙ্গত পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন সলমন খান। এর পরে আবার অপারেশন সিঁদুর নিয়ে নীরবই ছিলেন তিনি। দিনভর বিমান হামলা নিয়েও নীরব ছিলেন, সে বিষয়ে কোনও পোস্টই করেননি ভাইজান। এদিকে ১০ মে বিকেল ৫টায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি একটি পোস্ট করেন। আর সেই পোস্ট দেখা মাত্রই বহু লোকজন ক্ষোভে ফেটে পড়েন।

কিন্তু কী এমন লিখেছিলেন সলমন?

শনিবার রাত ৯টা নাগাদ এক্স হ্যান্ডেলে (টুইটার) সলমন লেখেন, ‘যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ আর এই পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েন ‘সিকন্দর’ অভিনেতা।

তবে আবার নিজের পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় মানুষের ক্ষোভ দেখে কিছুক্ষণের মধ্যেই নিজের সেঅ পোস্ট ডিলিট করে দেন সলমন খান। কিন্তু ততক্ষণে বহু নেটিজেন তাঁর পোস্টের স্ক্রিনশট নিয়ে ফেলেন। এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেই মানুষ তাঁর উপর ক্ষোভ উগরে দেন। তাঁদের মধ্যে এক নেটিজেন সলমনের একটি পুরানো ভিডিও শেয়ার করেন যেখানে তাকে পাকিস্তান সম্পর্কে কথা বলতে দেখা যায়। তবে শুধু সল্লুকেই নয়, সেই পোস্টে বলিউডের তিন খানকে টেনে আনা হয়। কেউ আবার প্রশ্ন করেছেন, ‘গত ৩ দিন কোথায় ছিলেন? যখন পাকিস্তান ভারতের উপর হামলা চালাচ্ছিল’।

একজন নেটিজেন টুইট করেছেন, ‘তথাকথিত ভাই…..মানুষ হয়ে বা না হয়ে…..গত ৪ দিনে উনি কেবল যুদ্ধবিরতির বিষয়ে চিন্তা করতে পারতেন…. উনি যদিও পোস্টটি মুছে ফেলেছেন, তবে আমরা কিন্তু জানি ওর সিনেমাগুলিকে কী করা উচিত…..’। আরও একজন লেখেন, ‘অপারেশন সিঁদুর সময় নীরব ছিলেন মেরুদণ্ডহীন সলমন খান যুদ্ধবিরতির বিষয়ে উনি একটি টুইট করেন আবার সেই টুইট মুছেও ফেলেন। লজ্জা হয় না তোমার উপর ভাই’।

সলমনের কাণ্ডে বিরক্ত হয়ে তাঁর এক অনুরাগী লিখে বসেন, ‘তোমার পাগল ভক্ত হিসেবে আমার শুধু একটি অনুরোধ আছে যে ৩ দিন পরে যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ বলে টুইট করার পর আপনি যখন তুমি জানতে পারেন যে পাকিস্তান আবারও আক্রমণ শুরু করেছে তখন আপনি সেই পোস্টটি মুছে ফেলার পরিবর্তে। আপনার উচিত নিজের দেশ ভারতকে সমর্থন করা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *