সলমনের বাড়িতে হানা ২ অজ্ঞাত পরিচয় ব্যক্তির

Spread the love

গত ২ বছর ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান(Salman Khan)। এখনও তা অব্যাহত। কড়া নিরাপত্তার আড়ালে থেকেই শ্যুটিং থেকে প্রমোশন করতে হয় ভাইজানকে। কিন্তু এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও পরপর দুইদিন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে সলমনের বাড়িতে।

১৯ মে ভোর তিনটের সময় ইশা ছাবড়া নামে এক ৩২ বছর বয়সী মহিলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়েন সলমনের বাড়িতে। লিফট অব্দি পৌঁছেও যান তিনি। তবে সৌভাগ্যবশত সেখানে উপস্থিত নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ে যান ওই মহিলা। তড়িঘড়ি তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঠিক তার পরের দিন অর্থাৎ ২০ মে সন্ধ্যা ৭:১৫ মিনিট নাগাদ জিতেন্দ্র কুমার সিং নামে এক ২৩ বছর বয়সী যুবক গ্যালাক্সিতে জোর করে ঢোকার চেষ্টা করেন। একটি গাড়ির পেছনে লুকিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল ওই ব্যক্তি। আটক করলে তিনি বলেন সলমন খানের সঙ্গে তিনি দেখা করতে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলেন।

ইতিমধ্যেই ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বান্দ্রা থানায় মামলা করা হয়েছে। পরপর দুইদিন এইভাবে বাড়ির মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশ খুব স্বাভাবিকভাবেই চিন্তার বিষয় হয়ে উঠেছে। Y ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও যদি এইভাবে বাড়ির মধ্যে অজ্ঞাত পরিচয় মানুষের আনাগোনা হয়ে থাকে, তাহলে তা নিঃসন্দেহে বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই বলিউডের আরও এক তারকা সইফ আলি খানের বাড়িতে মাঝরাতে এক অজ্ঞাতে পরিচয় ব্যক্তি হানা দেয়। অভিনেতার সঙ্গে প্রাথমিক ধস্তাধস্তির পর ওই ব্যক্তির চুরির আঘাতে আহত হন অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তবে আপাতত সবকিছু ঠিক থাকলেও গোটা ব্যাপারটি নিয়ে আজও আতঙ্কে রয়েছেন খান পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *