সলমনের বিগ বস ১৯-এ আসতে পারেন ৯০-এর দশকের এই সুন্দরী

Spread the love

টেলিভিশনের বিখ্যাত ও বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৯ নিয়ে বেশকিছুদিন ধরেই চর্চা শুরু হয়েছে। ‘বিগ বস ১৮’ শেষ হতে না হতেই এর পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। প্রতিনিয়ত এই শো নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে। এছাড়াও সলমন খানের এই শোতে অংশ নিতে আসছেন অনেক বিখ্যাত নাম।

সাম্প্রতির খবর ‘বিগ বস ১৯’-এ অংশ নিতে আসছেন একটি বড় নাম। বরাবরই এই নাম নিয়ে বিতর্ক রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ইনি কে?

জানা যাচ্ছে ইনি আর কেউ নন, নব্বইয়ের দশকের বিখ্যাত অভিনেত্রী মমতা কুলকার্নি। বিগ বসের প্রতিটি খবরের উপর কড়া নজর রাখা বিগ বস লেটেস্টেড নিউজ তার ইনস্টাগ্রাম পেজে মমতার শোতে প্রবেশের তথ্য শেয়ার করেছে। সূত্রের খবর, ‘করণ-অর্জুন’ অভিনেত্রী মমতা কুলকার্নিকে তাঁদের শোয়ে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে মমতা বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

মমতা কুলকার্নির জীবন বেশ বিতর্কিত। তাঁর ছবির থেকেও বেশি ছিল বিতর্কিত তাঁর জীবন। নব্বইয়ের দশকে তিনি যখন তাঁর কেরিয়ারের শীর্ষে সেসময় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। শুধু তাই নয়, মাদক মামলাতেও তার নাম আলোচিত হয়েছিল। শোনা গিয়েছিল মাদক ব্যবসায়ী মমতা ভিকি গোস্বামীকে বিয়ে করেছেন, যদিও এই বিয়ের খবর তিনি পরে অস্বীকার করেছেন।

গত বছর মহাকুম্ভে তাঁকে মহামণ্ডলেশ্বর করা হলেও বিতর্কের মুখে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সাধ্বী হয়ে উঠেছেন। এদিকে মমতা কুলকার্নি ছাড়াও এবার বিগ বস ১৯-এর প্রতিযোগীদের তালিকায় মুনমুন দত্ত, অপূর্ব মাখিজা, রাম কাপুর, গৌতমী কাপুর, মুন বন্দ্যোপাধ্যায়, শশাঙ্ক ব্যাস, আরহান আনসারি, ডেইজি শাহ, খুশি দুবে, নীল মোতওয়ানি, শরদ মালহোত্রার নাম রয়েছে। রিয়েলিটি শোটি ২০২৫ সালের জুলাই থেকে সম্প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *