সলমানের সংলাপে ‘দবাং’ স্টাইলে বার্তা বায়ুসেনা প্রধানের

Spread the love

‘একবার জো হমনে কমিট কিয়া হ্যাঁয়, ফির ম্যাঁয় আপনে আপ কি ভি নেহি শুনতা।’ ‘অপারেশন সিঁদুরের’ সাফল্য নিয়ে সলমন খানের সংলাপে দবাং দেখালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। বৃহস্পতিবার দিল্লিতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সম্মেলনে বক্তৃতা দিয়েছেন এয়ার চিফ মার্শাল। ওই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন। সেখানেই ‘অপারেশন সিঁদুরে’ ভারতের সাফল্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরশীল হয়ে ওঠার কথা করেছেন তিনি।

‘অপারেশন সিঁদুর’অভিযানে ভারতীয় বায়ুসেনার শৌর্য দেখেছে গোটা দেশ। বায়ুসেনার প্রধান বলেন, ‘আকাশকে শক্তিশালী করতে হবে। কোনও অভিযানই সাফল্য পাবে না, বায়ুসেনা শক্তিশালী না হলে। এটা এই অভিযানেও বোঝো গিয়েছে। আমাদের নিজেদের দেশে শুধু উৎপাদন করলেই হবে না, ডিজাইনও করতে হবে।’এরপরেই সলমনের একটি ছবির সংলাপ উঠে আসে এয়ার মার্শালের কন্ঠে। তিনি বলেন,’একবার জো হমনে কমিট কিয়া হ্যাঁয়, ফির ম্যাঁয় আপনে আপ কি ভি নেহি শুনতা।’পাশাপাশি কোনও প্রতিরক্ষা চুক্তিতে যুদ্ধসরঞ্জাম দিতে কেন দেরি করে প্রস্তুতকারী সংস্থাগুলি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

অনুষ্ঠানে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বিদেশি নির্ভরশীলতা উল্লেখযোগ্য ভাবে কমে আসার বিষয়েও উল্লেখ করেন বায়ুসেনা প্রধান। তিনি বলেন, ‘শুধুমাত্র ভারতে যুদ্ধসরঞ্জাম তৈরি হওয়ার কথা বললেই হবে না, আমাদের নিজস্ব একটি কাঠামো তৈরি নিয়েও কথা বলা প্রয়োজন। আমাদের বাহিনী এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে আস্থা থাকা দরকার। এ বিষয়ে আমাদের আরও খোলামেলা হতে হবে। একবার কোনও কিছুর প্রতিশ্রুতি দিয়ে দিলে, সেটি পূরণ করা উচিত।এটা এরকম, আমরা মরে গেলে ঠিক আছে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি মরে যাওয়া ঠিক নয়।’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথাও তুলে ধরেন বায়ুসেনা প্রধান। তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর আমাদের স্পষ্ট ধারণা দিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের কী প্রয়োজন। তাই আমাদের নিজস্ব চিন্তাভাবনা পুনর্গঠনের জন্যও অনেক কাজ করা দরকার, যা ইতিমধ্যেই চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *